গোদাবরীতে অস্থি বিসর্জন হল সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক গোদাবরী নদীর তীরে বৃহস্পতিবার দুপুরে উপস্থিত ছিলেন প্রয়াত লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে পরিবারের সকলেই বৃহস্পতিবার পৌঁছে গিয়েছিল নাসিকে। এদিন গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হয়েছে।লতা মঙ্গেশকরের ভাইপো আদিনাথ মঙ্গেশকরই এদিন অস্থি বিসর্জন করেন। শেষকৃত্যের সমস্ত কাজই তিনি নিজে হাতে সামলেছেন। মুখাগ্নি থেকে শুরু করে সবটাই ছিল তাঁর কাঁধে। এদিন এই ছবি মাসনে আসা মাত্রই আবারও আবেগে ভাসলো গোটা দেশ।

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সামিল ছিল পরিবার থেকে শুরু করে বিটাউন, রাজনৈতিক মহলের সদস্যরা, যেখানে দেখা যায় রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, জাভেজ আখতর-সহ একাধিক স্টারকে। সেখানেই প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, এরপরই একের পর এক সকলেই উঠে লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানান, সেই তালিকা থেকে বাদ পড়েন না শাহরুখ খানও।

৬ ফেব্রুয়ারি বিকেলেই শিবাজি পার্কে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। এদিন পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তাঁকে শেষ বিদায় জানানো হয়। রবিবার সকালেই সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় লতা মঙ্গেশকর দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠছে নেটদুনিয়া রাষ্ট্রীয় সম্মানে হল শেষ কৃত্য মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে দাহ করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!