ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবার লন্ডনে পালিত হবে বসন্ত উৎসব

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় লন্ডনের নেহরু সেন্টারে দ্য হাই কমিশন অফ ইন্ডিয়া,লন্ডন-এর উদ্যোগে পালিত হবে ‘বসন্ত উত্‍সব’ । এই অনুষ্ঠানের জন্য বেশ কয়েকদিন থেকেই চলছিল নৃত্যের মহড়া ছাত্রছাত্রী-সহ আরও অনেকেই ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে যোগদান করে কলকাতার বসন্ত উত্‍সব কর্মশালায় । সৌরভ পত্নী ডোনার তত্ত্বাবধানে লন্ডনেও হবে বসন্ত উত্‍সব । ছাত্রছাত্রীরা ছাড়াও এই কর্মকাণ্ডে যোগদান করেছেন আরও অনেকে ।

সাবেকি রাগাশ্রয়ী গানের পাশাপাশি হোলির কিছু গানেও নৃত্য পরিবেশিত হবে বলে খবর। ডোনার আপ্ত সহায়কের কাছ থেকে । হিন্দি গানের সঙ্গেও নৃত্য পরিবেশন হবে । এই উদ্যোগ নিয়ে ডোনা বলেন, “লন্ডনে আমার এমনিতেই বেশ কিছু ছাত্রী আছে । তাঁরা অনলাইনে ক্লাস করে যখন কলকাতায় থাকি । এছাড়া অনেক প্রাক্তন ছাত্রী যাঁরা বিদেশেই থাকেন, জীবনে সেটেল্ড হয়ে গেছেন আমাদের এই উদ্যোগে তাঁরাও অনেকে অংশগ্রহন করছে আসলে নাচটা আমাদের কাছে প্যাশন । করোনাকালে ঘরবন্দি ছিলাম । অনলাইনে ক্লাস করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না । লন্ডনের নেহরু সেন্টারের উদ্যোগে এবার ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠানটা করতে পারছি, খুব আনন্দ দিচ্ছে ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!