সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার পুরোটাই দেন মাতৃভাষা বাংলাতে

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক বর্তমান সময়ে যখন বাংলায় পড়ে চাকরি পাওয়া নিয়ে এক বিরাট দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে
ঠিক তখনই একটি পরীক্ষা নিজের মাতৃভাষায় দিয়ে তাতে সফল হয়েছিলেন এক অকুতোভয় বাঙালি। পাশাপাশি, তিনি সকলের জন্য তৈরি করেছেন এক বিরাট অনুপ্রেরণাও। বেশ কয়েকবছর আগেই এই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন যে বঙ্গসন্তান, তাঁর নাম হল তন্ময় চক্রবর্তী।
তাঁর মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ভাবনা। আর সেই ভাবনাকেই “পাখির চোখ” করে এক অনবদ্য উপায় বাস্তবায়িত করেন তিনি।

এমনিতেই আমরা প্রায়ই দেখি ডাক্তার-ইঞ্জিনিয়ারের পেশা থেকেই সসম্মানে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেছেন অনেকে। কিন্তু তন্ময়ের চিন্তাভাবনা ছিল একেবারে বৈপ্লবিক। তিনি সিদ্ধান্ত নেন যে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার পুরোটাই দেবেন তাঁর মাতৃভাষায় বাংলাতে।

তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান সকলেই। এমনকি, ২০০২ সালে তিনি যে লক্ষ্য স্থির করেছিলেন ২০০৬ সালেই তাতে সিদ্ধিলাভ করেন তিনি। মূলত, ২০০৫ সালের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সিভিল সার্ভেন্ট হিসাবে চাকরিতে যোগদান করে এক অসামান্য রেকর্ড তৈরি করেন তন্ময়।

অবশ্য প্রথাগত ভাবে না হেঁটে IAS-এর মত পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে তাঁকে করতে হয়েছে বিপুল পরিশ্রমও। কারণ সমগ্র সিভিল সার্ভিস পরীক্ষাই তিনি দিয়েছেন বাংলায়। ইতিহাস এবং ভূগোল ছিল তাঁর ঐচ্ছিক বিষয়। সমস্ত উত্তর তৈরি করে নিয়মিত বাংলায় লিখে অভ্যাস করতেন তিনি

এই প্রসঙ্গে এক সাক্ষাত্‍কারের মাধ্যমে তিনি জানিয়েছেন যে, তাঁর মাতৃভাষা যে কতটা সমৃদ্ধ এবং অন্য কোনো ভাষার থেকে কোনো অংশে পিছিয়ে নয়, সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেটা প্রমাণ করাই তাঁর মূল লক্ষ্য ছিল। অবশ্য তাঁর এই সাফল্যে বাবার আশীর্বাদ এবং শিক্ষকেরা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলেও জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!