বাড়ছে জ্বালানির দাম, কত করে বাড়ল পেট্রোল – ডিজেল এর দাম

0 0
Read Time:4 Minute, 0 Second

নিউজ ডেস্ক দিন দিন যে ভাবে সব কিছুর দাম বাড়ছে তাতে সাধারণ আর মধ্যবিত্ত দের কপালে হাত পড়ার মতোই অবস্থা। কোনো কিছুই বাদ নেই যেটার দাম বাড়ছে না। সেটা ফলমূল কি অনাজ পাতি সব কিছুর ই দাম বাড়ছে। কখনো দেখা হচ্ছে যে সকল এ এক দাম তো বিকাল এ সেটাই এবার বেড়ে গিয়েছে। আর তাতেই গরীব এর পেটে টান ধরছে। আর এবার নতুন করে বাড়ছে পেট্রোল এর দাম।
আবার ও নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। ১০০ করে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ২২ মার্চের পর প্রায় ১০ টাকা ২০ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি পেয়েছে।
প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। মূল্যবৃদ্ধির পর যদিও ইতিমধ্যেই কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৫ টাকা পার করে গিয়েছে।

তবে নতুন করে দাম বাড়ার ফলে সেই দাম ই এখন রয়েছে। ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল টানা পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে। এদিন কলকাতায় পেট্রোলের প্রতি লিটারের দাম ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে।
মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।
দাম এক রকম থাকলে সেটা মানুষ এর পক্ষে কেনা ব্যায়বহুল হয়ে পড়ছে।তবে পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক।ঠিক যেমন ভাবে গত বছর
শেষের গোড়ায় দাম বেড়েছে গিয়েছিল। আর তাতেই সাধারণ মানুষ এর ক্ষোভ বাড়ছিল ঠিক সেই রকম পরিস্থিতি ই আবারও তৈরি হলো।
আগের বছর অবশ্য আমাদের প্রধান মন্ত্রী আমাদের কে দীপাবলির উপহার দেবেন বলে লিটার প্রতি ৫টাকা করে পেট্রোল আর ডিজেল এর প্রতি ১০ টাকা করে কমিয়ে ছিলেন।কিন্তু আবার হটাৎ দাম বাড়লো। জানা যাচ্ছে যে, রাশিয়া এবং ইউক্রেন এর যুদ্ধের ফলেই মোদী সরকার ও এবার জ্বালানি র দাম বাড়ানোর পথ ই অবলম্বন করতে পারেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!