রাজ্যপালকে নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

0 0
Read Time:3 Minute, 13 Second

নিউজ ডেস্ক শুধুমাত্র হাওড়া পুরনিগম ও বালি পুরসভায় ভোট হয়নি। বালি বিলে রাজ্যপাল জগদীপ ধনখড় সই না করলে সেখানে নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের। আর এবার হাওড়া পুরসভার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপালকে নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন মন্ত্রী ফিরহাদ ।

রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন ফিরহাদ। সেখানেই তাঁকে হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে ও উত্তরে বলেন, “হাওড়া পুরসভার নির্বাচন আছে। ও এমনিই জিতে যাব। কারণ এখানে অনেক কাজ হয়েছে। ওই দাদুটা রয়েছে, তিনি আটকে রেখেছেন। রাজভবনে দু-তিনবার গিয়েছি। আবার ডাকছেন।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ ওয়ার্ড বিশিষ্ট বালি পুরসভাকে ১৬টি ওয়ার্ডে পরিণত করে হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু ২০২১ সালের প্রথম দিকেই ফের বালিকে হাওড়া থেকে ভাগ করা হবে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। অবশেষে বিধানসভায় শীতকালীন অধিবেশনে হাওড়া পুরনিগম বিল ২০২১ পাশ করানো হয়। কিন্তু, সেই বিলে এখনও পর্যন্ত রাজ্যপাল সই না করায় হাওড়া পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে হাওড়ার পুরসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ। পাশাপাশি এখন থেকেই যে তৃণমূল ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সেকথাও জানিয়েছেন তিনি। বলেন, “এবার ২৪ এ খেলা হবে। এই যে ১৮টা সিট ওরা পেয়েছে, এবার একটা সিটও বাংলা থেকে ওরা পাবে না। আমরা এগিয়ে যাবই, যেখানে যেখানে আমাদের সম্ভাবনা আছে। ২৪-এ লড়াইয়ের জন্য আমাদের এখন থেকেই ঘর গোছাতে শুরু

নেতাজির ‘দিল্লি চলো’-র ডাকের সঙ্গে তুলনা করে বাংলা থেকে দিল্লি চলার ডাক দিয়ে ফিরহাদ বলেন, “নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো। তখন বাংলা থেকে আমরা দিল্লি যেতে পারিনি। এবার আমরা সুযোগ পেয়েছি। এবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!