পায়ে হেঁটে ইডি অফিসে রাহুল গান্ধীরা

0 0
Read Time:2 Minute, 2 Second

নিউজ ডেস্ক ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য গেলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতর থেকে পায়ে হেঁটে ইডির দফতরে গেলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেসের নেতা-সমর্থকদের ইডি অফিস পর্যন্ত মিছিল করে যাওয়ার দাবি ছিল। কিন্তু সেই অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ দিন রাহুল গান্ধীর ইডি অফিসে যাওয়ার আগে আকবর রোডে কংগ্রেস অফিসের সামনে জড়ো হয়েছিলেন দলের বেশ কিছু নেতা-কর্মী। তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, সমস্যা এড়াতে আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে ইডি অফিস পর্যন্ত রাস্তা সিল করে দিয়েছে পুলিশ। কড়াকড়ি করা হয়েছে যে যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও। ওই এলাকায় জারি করা হয়েছে চারস্তরীয় নিরাপত্তা। তারফলে প্রবল যানজট তৈরি হয় ওই এলাকায়। এদিন রাহুল গান্ধীর সঙ্গে যাওয়ার কথা হচ্ছে প্রিয়ঙ্কারও। ইতিমধ্যেই রাহুলের বাসভবনে পৌঁছেও গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার সকাল ১০টা ৪০ নাগাদ বাড়ি থেকে বেরোন রাহুল। এই ইস্যুতে আজ রাস্তায় নামেন অধীর চৌধুরী, অশোক গহলৌতরা। 

এই একই মামলায় সনিয়া গান্ধীকেও আগামী ২৩শে জুন তলব করা হয়েছে। কিন্তু করোনা আক্রান্ত হয়ে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া গান্ধী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!