মোহনবাগান দিবসে থাকছে সমর্থকদের জন্য বড় চমক, এই ক্লাবের ঐতিহ্য জানেন?

0 0
Read Time:3 Minute, 10 Second

নিউজ ডেস্ক::আজ মোহনবাগান দিবস। এই মোহনবাগান দিবস বরাবরই সবুজ-মেরুন সমর্থকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। ১৯১১-এর ঐতিহাসিক শিল্ড জয়ের দিনের পর থেকেই মোহনবাগান দিবস হিসেবে পালিত করে আসছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। এই মোহনবাগান দিবস ঐতিহ্যশালী ক্লাবটির এক ঐতিহ্য কৌলিন্য এবং গড়িমার প্রতীক। মোহনবাগান দিবসে অংশ নিতে শুধু শহর কলকাতার ফুটবলপ্রেমীরাই নন, গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রমীরা জমায়েত করেন গোষ্ঠ পাল সরণির ক্লাবটিতে।

এক নজরে দেখে নিন এবারের মোহনবাগান দিবসের কর্মসূচি –

করোনা মহামারীর কারণে বার পুজোর মতোই গত দুই বছর বন্ধ ছিল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ মোহনবাগান দিবসের আয়োজন। করোনার মহামারী এখন অনেকটাই কমে গিয়েছে। তাই দুই বছর বন্ধ থাকার পর মোহনবাগান দিবস পালিত হচ্ছে ক্লাব প্রাঙ্গণে।

আজ দুপুর ১.৩০টার সময় গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে সূচনা করা হচ্ছে মোহনবাগান দিবসের। এরপর একটি প্রীতি ম্যাচ আয়োজিত হবে প্রাক্তন ফুটবলারদের নিয়ে। বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌষালী বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। তারপর সন্ধ্যে সাড়ে ৬টা থেকে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন প্রদান এবং গত মরসুমের ক্লাবের সেরা ক্রীড়াবীদদের সম্মানিত করবে সবুজ-মেরুন। মোহনবাগানরত্ন এই বছর প্রদান করা হবে শ্যাম থাপাকে । সন্ধ্যা ৭:৪৫ থেকে পারফর্ম করবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।

প্রতিবারের মতোই এই বারও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজিত হবে ঐতিহাসিক মোহনবাগান মাঠে। মোহনবাগানের সবুজ ঘাসের উপর দাপিয়ে বেড়াবেন প্রাক্তন ফুটবলাররা। দুপুর ২:৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচ এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। অংশগ্রহণকারী দুইটি দলের নাম শিবদাস ভাদুড়ি একাদশ এবং বিজয়দাস ভাুদুড়ি একাদশ। মহান দুই দিকপাল ফুটবলারের নামে দলের নাম রাখা হয়েছে। এছাড়াও এদিন উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!