পার্থ চট্টোপাধ্যায় নিয়ে তদন্তে যা আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে : তাপস রায়

0 0
Read Time:3 Minute, 46 Second

নিউজ ডেস্ক :: এবার বিস্ফোরক তৃণমূল নেতা তাপস রায়।

পার্থ চট্টোপাধ্যায় বোধহয় সারাজীবন কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় তাঁর প্রত্যক্ষ যোগাযোগ আছে। এবার ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ‘ষড়যন্ত্র’ তত্ত্ব সম্পর্ককে এভাবেই আক্রমণ করলেন দলে তাঁর সতীর্থ বিধায়ক তাপস রায় ৷তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় হয়ত অনেকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, তাই এখন ষড়যন্ত্রের ভূত দেখছেন।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন তাপস রায়। এদিন তাপস রায় বলেন, ‘কী ষড়যন্ত্র সেটা কোর্ট বা তদন্তকারীদের কাছে বলুক।’ এখানেই না থেমে তাপস বলেন, ‘আসলে সারাজীবন বোধহয় ও কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে বোধহয় ওর প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাই সবকিছুর মধ্যে হয়তো ষড়যন্ত্র দেখত বলে এটার মধ্যেও ষড়যন্ত্র বা চক্রান্ত দেখছে। কী ষড়যন্ত্র সেটা কোর্ট বা তদন্তকারীদের কাছে বলুক।’ একসময়ের সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘আমরা লজ্জিত’।প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি আর তাঁর বিপুল সম্পত্তির হদিশ রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। তাপস রায়ের বক্তব্যে সেটাই স্পষ্ট হল আরও একবার। পার্থর সম্পত্তি দেখে তিনিও যে অবাক, সেটাই প্রকাশ পেল তাপস রায়ের কথায়।পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি, প্রচুর নগদ টাকা। টলিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ ও অর্পিতার নামে থাকা বহু সম্পত্তির হদিশ মিলেছে। এ বিষয়ে তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় নিয়ে তদন্তে যা আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে।’উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্য়ায় ষড়যন্ত্রের কথা বলার পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন, গ্রেফতার হওয়ার পর কেন ৬ দিন লেগে গেল এ কথা বলতে? তাঁর দাবি, যিনি নির্দোষ হবেন, তাঁর তো সঙ্গে সঙ্গে সে কথা বলা উচিত।তবে মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে, তাপস রায় জানান, এ ব্যাপারে তিনি বিশেষ বিচলিত নন। তাপস রায়কে মন্ত্রী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গে এ দিন তাপস রায় বলেন, ‘মন্ত্রী হলে আমি নৃত্য করতাম না। দল যা দায়িত্ব দিয়েছে সেটাই পালন করব।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!