হতাশায় পার্থ

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক::গ্রেফতার হলেও প্রকাশ্যেই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রতিবাদের রাস্তায় হেঁটেছে দল৷ অথচ তাঁর ক্ষেত্রে ছবিটা উল্টো৷ মন্ত্রিসভা, দলীয় পদ থেকে বহিষ্কার করা তো বটেই, দলের শীর্ষ নেতারাই বলছেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তাতে তাঁরাও লজ্জিত৷ প্রেসিডেন্সি জেলে থাকলেও সেই খবর সম্ভবত পৌঁছে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর কাছে৷

কিন্তু জন্মলগ্ন থেকে যে দলের সঙ্গে তিনি যুক্ত, যে সতীর্থদের সঙ্গে এতবড় একসঙ্গে রাজনীতি করেছেন, তাঁরা এ ভাবে মুখ ফিরিয়ে নেবেন, তা সম্ভবত মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর৷ প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁর আইনজীবী৷ সূত্রের খবর, আইনজীবীর কাছেই পার্থ চট্টোপাধ্যায় জানতে চান, দলের কেউ আর তাঁর খোঁজ নিচ্ছেন কি না৷

জবাবে আইজীবী পার্থকে জানান, দলের শীর্ষ নেতারা তাঁর কোনও খোঁজ নেননি৷ তবে বেহালায় দলের কর্মীরা তাঁর খোঁজ নিচ্ছেন৷ স্বভাবতই এ কথা শুনে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েন পার্থ৷ পাশাপাশি, নিজের আইনি বিষয় নিয়ে মনোনিবেশ করার জন্য পার্থকে পরামর্শ দেন তাঁর আইনজীবী৷

গত রবিবার বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে গেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ বরং অনুূব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হন তিনি৷ বরং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রাক্তন সতীর্থের উপরে নিজের ক্ষোভ স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এর পরেই পার্থর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন দলের বাকি নেতারাও৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!