এবার দেখা যাবে দুই সুপারস্টারকে একসাথে

0 0
Read Time:3 Minute, 39 Second

নিউজ ডেস্ক::ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গেল৷ ট্রেলারের শুরুটা হয়েছে জীবন কাহিনীর ছবির একটি অংশ দিয়ে৷ সাদাকালো ছবির গল্পের সঙ্গে মিশে গিয়েছে এযুগের সাধারণ মানুষের গল্প৷ মনের দুঃখে আত্মহত্যার পথ বেছে নেওয়া দেবের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের৷ টাকার লোভ দেখিয়ে তিনি বলেন লাইফ ইনসিওরেন্স করতে৷ যাতে মৃত্যুর পর তার নামে থাকা টাকা পাওয়া যায়৷ কিন্তু তার জন্য আত্মহত্যা নয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমনই প্রমাণ করতে হবে৷ কীভাবে একজনের মৃত্যুতে অন্য ব্যক্তির মুনাফা, কী কারণেই বা এমন অদ্ভূত টোপ, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য৷

এরই মধ্যে রয়েছে ইশার চরিত্র, যা জীবনের গভীর মানে তুলে ধরে দেবের সামনে৷ তার কথায় জীবনে বেঁচে থাকার অর্থে টাকা নয়, কাছের মানুষের সানিধ্যে থাকা৷ ট্রেলার একটি গানের ব্যবহার হয়েছে, যাতে শোনা যায়, কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে৷ সেই মতো বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন৷ সত্যিই জীবনের মানে কী? কীভাবে জুড়ে যাবে এই ৩টি চরিত্র? এসব প্রশ্ন উঠে আসেব ট্রেলার জুড়ে৷ মৃত্যু এখানে এক রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে৷ একই রকমভাবে কে আসল কাছের মানুষ, তারও উত্তর তুলে ধরবে এই ছবি৷

কাছের মানুষ ছবিটি ২০২২-র প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা ছিল৷ তবে করোনার জন্য পিছিয়ে গিয়েছিল ছবির শ্যুট৷ ফেব্ররয়ারি মাসে শেষ হয় ছবির শ্যুটিং৷ এই ছবি নিয়ে বাঙালি দর্শক খুবই উৎসাহী৷ মাল্টি স্টারার বাণিজ্যিক ছবি ছাড়া ব্যবসায় জোয়ার আসবে না৷ এমন কথা বারবার শোনা গিয়েছে৷ সত্যিই কী এই ছবির হাত ধরে বিপুর ব্যবসা করবে বাংলা ছবি? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন দিশা কি দেখাতে পারবে প্রসেনজিৎ-দেব জুটি, তারই অপেক্ষায় সকলে৷

জীবন-মৃত্যুর দোলায় দুলছে মানুষের ভবিতব্য৷ জন্মালে মরিতে হবে, একথা ঠিকই তবে মৃত্যুর পথ কেমন, কীভাবে মৃত্যু তা একমাত্রই স্থির করে আমাদের ভাগ্য৷ তাই মৃত্যুর কামনা করলেও সহজে মরা যায় না৷ সেই জীবন-মৃত্যুর গল্প নিয়ে তৈরি হয়েছে পথিকৃৎ বসুর ছবি কাছের মানুষ৷ মুখ্য ভূমিকায় প্রসেনজিত-দেব৷ রয়েছেন ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়৷ এই পুজোয়ে মুক্তি পাবে কাছের মানুষ এবং পুজোয়ে মুক্তি পেতে চলা সব কটা বাংলা ছবির মধ্যে এটাই উল্লেখযোগ্য হতে চলেছে৷ কারণ দুই সুপারস্টারের উপস্থিতি৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!