কোলকাতায় কর্পরেশনের মেয়রের সাংবাদিক সম্মেলন

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক::আজ নিজের অফিসে নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পরেশনের মেয়র এক সাংবাদিক সম্মেলন করে সাংবাদিদের সমস্ত প্রশ্নর উত্তর দেন।


জনৈক মহিলার কোনো অবৈধ নির্মাণের অভিযোগের প্রসঙ্গে বলেন,আমরা এফআইআর করেছি।কাজ বন্ধ করতে বলেছি।যদি কাজ বন্ধ না হয় তাহলে তা ভেঙে দেব।প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটু দেরি হচ্ছে।কিন্তু অচিরেই সব on line হয়ে যাবে।তখন আর এই সমস্যা থাকবে না।


অন্য একটি প্রসঙ্গে বলেন কারোর ব্যক্তিগত জীবনের ব্যাপারে আমি কিছু বলতে পারব না।অর্থনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে গান্ধীজির কথা উল্লেখ করে বলেন,আসলে প্রত্যেক দেশবাসীর অন্ন বস্ত্র বাসস্থান কনফার্ম করতে হবে।কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের হাতে বিস্তর টাকার ব্যবস্থা করে দিয়েছে।এটা অর্থনীতি চাঙার লক্ষণ নয়।


কোনো একটি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন,সৌগত রায় একবার কি বললেন,এটা কি প্রধান নিউজ?অথচ দিলীপ ঘোষ ও অন্যান্য নেতাদের কথা আপনারা শুনতে পান না।এটা দুরভাগ্যের।সঙ্গে বলেন,চ্যানেল কি বলল তা গুরুত্বপূর্ণ বিষয় নয়।গণতন্ত্রে শেষ কথা বলবে মানুষ।কোলকাতার পুজো প্রসঙ্গে বলেন,আমরা মানুষের সাথে আছি তাই আমাদের বহু ক্লাবের প্রেডিডেন্ট করে।কিন্তু দিলীপ ঘোষের মতো মানুষেরা জামা প্যান্ট পরা নেতা।মানুষের সঙ্গে থাকে না।তাই ওদের কেউ সভাপতি করে না।নগর উন্নয়ন মন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন,ওরা যা করছে তা অপসংস্কৃতি।বিজেপির কুৎসা মানুষ ভালোভাবে নেয় না।কিছু চ্যানেল মমতার মতো মানুষের সম্পত্তি নিয়ে কথা বলে,এতে বিজেপির টিআরপি কমছে।


কলকাতার রাস্তার বিষয়ে হাকিম সাহেব বলেন, আমারা দুটো রিপিয়ারিং গাড়ির ব্যাবস্থা করেছি, যারা পুজোর সময় সমস্ত রাস্তায় ঘুরবে।কোথাও রাস্তা খারাপ হলে স্পট রিপিয়ারিং করে দেবে।একটি নম্বর দেখিয়ে বলেন,এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে টিম গিয়ে সেই রাস্তাটা ঠিক করে দেবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!