আর মাত্র কিছুদিন, পুজোর কেনাকাটার জোয়ারে ভাসছে তিলোত্তমা

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক::আর মাত্র কয়েকদিন,এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে ।ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শপিং মলগুলিতে পুজোর জামাকাপড় কিনতে ভিড় জমাচ্ছেন অনেকেই। পুজোর ক’টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা। আর পুজো মানেই নতুন জামাকাপড়ে সেজেগুজে প্যান্ডেল হপিং। কিংবা বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা। কিন্তু শপিং করতে গিয়ে কোনটা কিনবো, কোনটা কিনবো না এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। পুজোর কেনাকাটা বলতেই যে কয়েকটা কথা আমাদের মাথায় আসে তা হল নিউ মার্কেট,  গড়িয়াহাট,  হাতিবাগান।  এবং এই প্রসঙ্গ উঠলেই বেশ কিছু মজার বিষয় মাথায় আসে ।প্রথমই হল দরদাম করে কেনাকাটা করা । কেনাকাটার করার ক্ষেত্রে কিছু মানুষ দরদাম করে কেনাকাটা করতে ভীষণ পছন্দ করেন,অন্যদিকে আবার কিছু মানুষ শপিংমল এ গিয়ে শপিং করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এখন মানুষ খুবই ব্যাস্ত নিজের নিজের কাজে তাই এই ব্যাস্ত শহরে বেশ অনেক সংখ্যক মানুষের এখন একটাই ভরসার জায়গা সেটা হল অনলাইন শপিং । বর্তমান দিনে অনলাইনে শপিং করা মানুষের সংখ্যা অনেক। দুই বছর এই রকম উত্তেজনা থেকে বিরত ছিল বাংলাবাসী তাই এই বছর পুজো ঘিরে যে উত্তেজনা চূড়ান্ত থাকবে তা বলাবাহুল্য। তাই দুবছরের এই আক্ষেপ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবছর ও বঞ্চিত করতে চায় না বাঙালিকে।  তাই কেনাকাটার জন্য প্রতি শনিবার ও রবিবার মেট্রো পরিসেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও কলকাতার কেনাকাটার ৩ টি মূল গন্তব্য গড়িয়াহাট,  নিউ মার্কেট, হাতিবাগান থেকে কেনাকাটার জন্য বিভিন্ন রুটে বিশেষ বাস এর ব্যবস্থা করা হয়েছে। তো আর দেরী না করে সেরে নেওয়া যাক কেনাকাটা । পুজো আসছে, তাই পুজোর ভাব কে নেওয়ার জন্য কেনাকাটাই আদর্শ উপায়। পূজোর সময় শেষমুহুর্তে কেনাকাটার আমেজে ভেসে উঠুন আনন্দে। রঙ্গিন সাজে আর নতুন ফ্যাশান স্টাইলে হয়ে উঠুন অনন্যা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!