তৃণমূল কাউন্সিলারের দাদাগিরি

0 0
Read Time:1 Minute, 54 Second

নিউজ ডেস্ক::তৃণমূল আছে তৃণমূলেরই।তৃণমূলের আঞ্চলিক নেতাদের দাদাগিরি সর্বত্র চলেছে।এবারের ঘটনা শিল্পনগরী আসানসোলে।

সূত্রের খবর,
আসানসোলের কাল্লা মোড়ে অফিসে ঢুকে ট্রাফিক পুলিশকে হুমকি তৃণমূল কাউন্সিলরের ।
রাস্তায় দাঁড়িয়ে শাসক দলের কাউন্সিলর পুলিশকে বলছেন, তোলাবাজি বন্ধ করুন। না হলে মেরে গুটিয়ে দেব।

ঘটনার সূত্রপাত আসানসোল কর্পোরেশনের এক সাফাই কর্মীর দু’চাকা গাড়ি ধরে ফাইন করাকে কেন্দ্র করে । প্রথমে ফোনে পরে ঘটনাস্থলে এসে আসানসোল পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যাম সোরেন দলবল নিয়ে চড়াও হন । সকলের সামনে পুলিশ কর্মীকে হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে মেরে গুটিয়ে দেওয়ার কথা বলে । তৃণমূলের কাউন্সিলর শ্যাম সোরেন অবশ্য বলেছেন, গরীর সাফাই কর্মীদের ওপর অন্যায়ভাবে আচরণ করেছে পুলিশ । পুলিশের তোলাবাজি রুখতেই তাঁর আসা ।
যদিও তৃণমূল কাউন্সিলরের এই ভিডিও ভাইরাল হতেই দেখা দিয়েছে বিতর্ক ।


তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে,ওভাবে ধমক দিয়ে কথা বলা উচিত হয় নি। কিন্তু ওই কাল্লা মোড়ের পুলিশের বিরুদ্ধে যাত্রীদের হেনস্থা করা ও ঘুষ নেওয়ার অভিযোগ অনেক দিনের।তাই ওদের একটু সাবধান করা দরকার ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!