বাল্যবিবাহ সচেতনতা শিবির

0 0
Read Time:1 Minute, 51 Second

নিউজ ডেস্ক::মহম্মদবাজার ব্লকের অন্তর্গত ভুতুরা গ্রাম পঞ্চায়েতের খয়রাকুড়ি গ্রামে বাল্যবিবাহের ওপর এক সচেতনতা শিবির আয়োজন করা হয় জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন উদ্যোগে । সভায় উপস্থিত ছিলেন গ্রামের মেম্বার,আশা, অঙ্গওয়াড়ী কর্মী,গ্রামের কিশোর,কিশোরী মা, ও বাবাদের নিয়ে । প্রথমে মেন্টাল হেল্থ ও আইএফএ নিয়ে আলোচনা করেন অন্বেষা ক্লিনিকের যুথিকা দাসঠাকুর । পুষ্টি ও পতাকা নিয়ে আলোচনা করেন স্যাগ কন্যাশ্রী প্রকল্পের ফিলড ফ্যাসিলেটার মরিয়াম নেস্সা খাতুন । বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আলোচনা করেন সিউড়ি মহিলা থানার এসআই মৌসুমি মহাপাত্র ।

নারী ও শিশু পাচার নিয়ে আলোচনা করেন মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী । পরিশেষে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিশোরী ও মায়েদের সাথে কথা বলেন স্যাগ কন্যাশ্রী প্রকল্পের ফিলড ফ্যাসিলেটার হৃদয়কুমার সিংহ । চাইল্ড লাইন নং কত বাল্যবিবাহ হলে কোথায় জানাতে পারি । আজকের কিশোরীদের স্লোগান শেখানো হয় “গেরুয়া সবুজ সাদা খাও গাদা গাদা” । পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে মিটিং-র সমাপ্ত করেন গ্রামের মেম্বার প্রতিমা বাগ্দী ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!