ছেড়েছেন কর্পোরেট চাকরি শেষ ৪বছর ধরে মা ও ছেলে ভারত ভ্রমণে

0 0
Read Time:2 Minute, 9 Second

নিউজ ডেস্ক :এ এক ইছাপুরণের গল্প।মায়ের স্বপ্ন পূরণ করতে সব কিছু করতে পারে সন্তান।নারীর টান বড়ো টান।

এখনকের সময় যেখানে ছেলে মেয়েরা বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতেও কুণ্ঠাবোধ করেন না, সেখানে এক সন্তান শুধু মায়ের স্বপ্ন পূরণ করাকেই জীবনের লক্ষ বানিয়ে ফেলেছেন।এ কালের শ্রবন কুমার মাদুরাইয়ের ডি কৃষ্ণ কুমার বৃদ্ধা মাকে নিয়ে গুরছেন স্কুটারে।চাকরি ছেড়ে মাকে নিয়ে স্কুটারে করে হিমালয় থেকে কন্যাকুমারী ঘুরিয়ে দেখাবেন।

সংসারের চাপে কোথাও ঘুরতে যেতে পারেননি তার মা ।বছর ৫আগে স্বামীকে হারিছেন,৭০ বৃদ্ধা চূড়ারত্না।মোটা মাইনের চাকরি ছেড়ে পুরোনো বাজাজ স্কুটার নিয়ে এখন তিনি মাকে নিয়ে ছুটছেন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে।কর্পোরেট ব্যাংক এর টিম লিডারের চাকরি ছেড়ে দিতেও দ্বিধা বোধ করেননি।

পাবলিক ট্রান্সপোর্ট এ মায়ের কষ্ট হবে।তাই বাবার পুরোনো স্কুটারে বেরিয়ে পড়া।২০১৮সালে ১৬ ই জানুয়ারি বাজাজ চেতক নিয়ে যাত্রা শুরু।২০২২মার্চ অবধি প্রায় ৬২হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ফেলেছেন।কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, অন্ধ্র, অসম মেঘালয়,মনিপুর, মিজোরাম হয়ে ত্রিপুরা।পশ্চিমবঙ্গে ও এসেছেন বলে জানিয়েছেন ।জীবনের শেষ সময়টুকু মায়ের সব স্বপ্ন পূরণ করবেন এটাই তার বাসনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!