অনশন প্রত্যাহার মেডিক্যাল কলেজ এর পড়ুয়াদের

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক : ছাত্রদের নিজেদের দায়িত্বে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়ার পর ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার করল ডাক্তারি ছাত্ররা । গতকাল মিছিলের শেষে অনশন কারী ফলের রস খাইয়ে অনশন তোলা হয় ।

পূর্ব নির্ধারিত ২২ তারিখেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্বাচন করবে ছাত্ররা । আজ মঙ্গলবার থেকেই শুরু হবে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া । ছাত্রদের দাবি – সমাজের ৪ জন বিশিষ্ট নাগরিক এর তত্ত্বাবধানে হবে এই নির্বাচনটি । চারটি বর্ষের ২৫০ জন করে , মোট ভোটার সংখ্যা হলো ১০০০ জন । এবং প্রার্থী সংখ্যা হলো ২০ জন ।

গত ১২ দিন ধরে নির্বাচনের দাবিতে মেডিক্যাল কলেজ এর ছাত্ররা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । অনশন চলাকালীন বেশ কিছু ছাত্র অসুস্থ ও হয়ে পড়েন । তবুও তারা অনড় ছিলেন কিন্তু একাধিকবার কলেজ কাউন্সিলের বৈঠক হলেও , কোনো উত্তর উঠে আসেনি । অবশেষে তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন ।

অনশন প্রত্যাহার মেডিক্যাল কলেজ এর পড়ুয়াদের

নিউজ ডেস্ক : ছাত্রদের নিজেদের দায়িত্বে নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়ার পর ১২ দিনের মাথায় অনশন প্রত্যাহার করল ডাক্তারি ছাত্ররা । গতকাল মিছিলের শেষে অনশন কারী ফলের রস খাইয়ে অনশন তোলা হয় ।

পূর্ব নির্ধারিত ২২ তারিখেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্বাচন করবে ছাত্ররা । আজ মঙ্গলবার থেকেই শুরু হবে নির্বাচনের সমস্ত প্রক্রিয়া । ছাত্রদের দাবি – সমাজের ৪ জন বিশিষ্ট নাগরিক এর তত্ত্বাবধানে হবে এই নির্বাচনটি । চারটি বর্ষের ২৫০ জন করে , মোট ভোটার সংখ্যা হলো ১০০০ জন । এবং প্রার্থী সংখ্যা হলো ২০ জন ।

গত ১২ দিন ধরে নির্বাচনের দাবিতে মেডিক্যাল কলেজ এর ছাত্ররা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । অনশন চলাকালীন বেশ কিছু ছাত্র অসুস্থ ও হয়ে পড়েন । তবুও তারা অনড় ছিলেন কিন্তু একাধিকবার কলেজ কাউন্সিলের বৈঠক হলেও , কোনো উত্তর উঠে আসেনি । অবশেষে তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!