আর মাত্র কিছুদিন বাকি, জেনে নিন ‘ বাজেট – অভিধান ‘ – এর খুঁটিনাটি

0 0
Read Time:1 Minute, 57 Second

নিউজ ডেস্ক:: আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন।তার আগে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের এবারই বল শেষ পূর্ণাঙ্গ বাজেট।১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন।এই বাজেট নিয়ে সব স্তরের মধ্যেই কৌতূহল থাকে।


সরকারের তরফে ফিসকাল ইয়ার বলতে বোঝায়,এক বছরের আয়- ব্যয়ের খতিয়ান।তবে এই অর্থ বছর সারা বিশ্বে একই সময়ে শুরু হয়না।তবে যবে থেকেই শুরু হোক না কেনো , সমস্ত হিসেব এক বছর মেয়াদ ধরে করা হয়।
ভারতের ক্ষেত্রে এক অর্থ বছর এর মেয়াদ হলো ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।


মুদ্রাস্ফীতি বলতে বোঝায়,সময়ের সঙ্গে জিনিসপত্রের দামবৃদ্ধি ।আজকে ১০০ টাকা দিয়ে যে জিনিসটা কেনা সম্ভব, এক দশক বাদে ১০০ টাকা দিয়ে সেই জিনিসটা কেনা যাবে না।তার জন্য আরো বেশি টাকা খরচ করতে হবে।


২০২৩ সালের বাজেট ঘিরে কি কি প্রত্যাশা?
আবগারি শুল্ক হচ্ছে এক ধরনের পরোক্ষ কর ,যা একজন খুচরো বিক্রেতার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়।তারপর তা সরকার কে দেওয়া হয়।
দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার বৃদ্ধির জন্য সরকার নানাভাবে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।যেমন, ঋণ এর জন্য কোন সুদের হার, করছাড় , ভর্তুকিসহ একাধিক রপ্তানিতে উৎসাহ দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!