আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

0 0
Read Time:3 Minute, 56 Second

নিউজ ডেস্ক::ইন্দোর টেস্ট ৯ উইকেটে জিতে ওভালে জুনে অনুষ্ঠেয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছিল ভারত। হোলকার স্টেডিয়ামে টেস্টে প্রথমবার হারের সম্মুখীন হয়ে ভারতের পরিকল্পনা ধাক্কা খেলেও ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে কীভাবে শ্রীলঙ্কার উপর ভরসা না করেই ওভালের টিকিট কনফার্ম করতে পারে ভারত?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের শতকরা হার বেড়ে হলো ৬৮.৫২ শতাংশ। ভারত দ্বিতীয় স্থান দখলে রেখেছে, তবে সাফল্যের হার কমে হয়েছে ৬০.২৯ শতাংশ। শ্রীলঙ্কার ৫৩.৩৩ শতাংশ, তাদের নিউজিল্যান্ডে দুটি টেস্ট রয়েছে। ভারত যদি আমেদাবাদ টেস্টে জিতে যায় তাহলে চলতি টেস্ট সিরিজ জিতে নেবে ৩-১ ব্যবধানে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডে গিয়ে শ্রীলঙ্কা দুটি টেস্ট জিতলেও সাফল্যের শতকরা হারের নিরিখে ধরতে পারবে না ভারতকে।

ভারত আমেদাবাদ টেস্ট জিতলে সাফল্যের হার পৌঁছে যাবে ৬২.৫ শতাংশে। নিউজিল্যান্ডে গিয়ে কিউয়িদের হোয়াইটওয়াশ করলে শ্রীলঙ্কা পৌঁছতে পারে সর্বাধিক ৬১.১১ শতাংশে। কিন্তু আমেদাবাদে ভারত হেরে গেলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ফলাফলের দিকে। নিউজিল্যান্ডে গিয়ে দুটি টেস্ট জেতা মোটেই সহজ হবে না শ্রীলঙ্কার পক্ষে।

ভারত যদি আমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্ট জেতে তাহলে রোহিত শর্মার দলের পয়েন্ট হবে ১৩৫, সাফল্যের হার ৬২.৫ শতাংশ। চতুর্থ টেস্টে হারলে সাফল্যের হার নেমে আসবে ৫৬.৯৪ শতাংশে, পয়েন্ট হবে ১২৩। আমেদাবাদ টেস্ট যদি ড্র হয় তবে ভারতের পয়েন্ট হবে ১২৭, সাফল্যের হার গিয়ে দাঁড়াবে ৫৮.৭৯ শতাংশে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা দুটি টেস্ট জিতলে টপকে যেতে পারবে ভারতকে।

রোহিত শর্মা ইন্দোরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিতে চেয়েছিলেন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে ফাইনাল খেলার মহড়া সেরে নেওয়ার পরিকল্পনা ছিল গ্রিনটপে। কিন্তু ইন্দোরের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দুই বছর পর দেশের মাটিতে টেস্ট হারল ভারত। সে কারণে আমেদাবাদে সবুজ উইকেটের ঝুঁকি ভারত নেবে না বলেই মনে করা হচ্ছে। রোহিত নিজেও আমেদাবাদে কেমন উইকেট চান তা নিশ্চিতভাবে বলতে পারেননি। ব্যাটিং ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, সকলে মিলে বসেউ পরের টেস্টের পরিকল্পনা করব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!