মুখ্যমন্ত্রীর বক্তব্যে জল্পনা রাজনৈতিক মহলে!

0 0
Read Time:2 Minute, 12 Second

সুকন্যা দাস : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাস্তা, আবাসন-সহ ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। এই ইস্যু নিয়ে আগামী ২৯ তারিখ কলকাতায় রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তিনি।

তবে এ দিন রেড রোডে ধরনা মঞ্চে পৌঁছে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি ধরনায় বসছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে৷ এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে একাধিক জল্পনা।

প্রসঙ্গত, ২০১৯ সালে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী পদে থেকে কী করে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসলেন, সেই প্রশ্ন তুলে পাল্টা প্রচারে নেমেছিল বিজেপি৷ তবে কী এই পরিস্থিতি থেকেই শিক্ষা নিয়েই কী এমন বক্তব্য রাখলেন তিনি। এই নিয়েও উঠছে প্রশ্ন।

অন্যদিকে, আজ ২৯ মার্চ বুধবার শহর কলকাতার এক অন্য চিত্র ফুটে উঠেছে। কারণ সাম্প্রতিক সময় একই দিনে কলকাতায় আলাদা দুটি কর্মসূচিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন দৃষ্টান্ত অতীতে দেখা যায়নি। মমতার ধর্নায় যেমন নেতা-মন্ত্রীদের ভিড় ছিল, অন্যদিকে অভিষেকের সভায় ভিড় জমিয়েছে তৃণমূলের ছাত্র যুবরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!