পতৌদি নবাবের বিশাল সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা – ইতিহাসের ট্র্যাজেডি

0 0
Read Time:3 Minute, 3 Second

নিউজ ডেস্ক::অন্তত ৫ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে নবাব পরিবারের। তাকে বলা হয় সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা। বলিউডে নবাব একজনই!আর তিনি হলেন সাইফ আলি খান। আজ অবধি অসংখ্য ছবিতে অভিনয় করেছেন সাইফ। প্রায় তিন দশক দীর্ঘ অভিনেতা সইফ আলি খানের কেরিয়ার। এছাড়াও রয়েছে বিজ্ঞাপন। সিনেমা ও বিজ্ঞাপন থেকে পারিশ্রমিক বাবদ কোটি কোটি টাকা উপার্জন করেছেন অভিনেতা।
এছাড়াও অভিনেতার রয়েছে পূর্বপুরুষের বিশাল সম্পত্তি। কিন্তু এত বিশাল সম্পত্তির মালিক হয়েও সাইফ তা তার সন্তানদের দিতে পারছেন না। এটাই ইতিহাসের ট্র্যাজেডি।

সাইফ আলি খান অভিনেত্রী শর্মিলা ঠাকুর  এবং ক্রিকেটার মনসুর আলী খানের পুত্র। তিনি প্রথমে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। পরে তাদের ডিভোর্স হয়ে যায়। অমৃতা সিং আর সাইফ আলি খানের দুই
সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এদিকে অমৃতার সঙ্গে বিয়ে ভাঙার পর সাইফ আলি খান কারিনা কাপুর খানকে  দ্বিতীয় বিয়ে করেছিলেন। আর তাদেরও তৈমুর আলি খান ও জেহ আলি খান নামে দুই ছেলে রয়েছে। দুটো প্রযোজনা সংস্থার মালিক সাইফ আলি খান। সাইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ ১১৮০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, হরিয়ানার পতৌদি প্যালেস  এবং ভোপালে পৈতৃক সম্পত্তি-সহ অভিনেতার ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ আমলে নবাব ছিলেন। কিন্তু তিনি তার সম্পত্তির কোনো উইল করেননি। আর এই কারণে পাকিস্তানে বসবাসকারী সইফের গ্র্যান্ড আন্টির পরিবারের সঙ্গে সাইফের পরিবারে কিছুটা অশান্তি রয়েছে। সাইফের সমস্ত পৈতৃক সম্পত্তি ভারত সরকারের শত্রু বিরোধ ( Enemy Dispute Act) আইনের আওতায় আসে। এ আইন অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তির ওপর  দাবি করতে পারবেন না। আর সেই কারনেই এসব সম্পত্তি সন্তানদের হাতে তুলে দিতে পারছেন না বলিউডের নবাব সাইফ আলি খান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!