কামাখ্যায় পুজো দিলেন কঙ্গনা রানাওয়াত

0 0
Read Time:2 Minute, 37 Second

নিউজ ডেস্ক : পরপর দুটো ছবি ফ্লপ করার পরে কঙ্গনা রানাওয়াত এখন খুবই সচেতন। তিনি সর্ব শক্তি দিতে তৃতীয় প্রোডাকশনকে সফল করতে চাইছেন। কঙ্গনা রানাওয়াত নিজের ভয়েস মডিউলেশনও করেছেন ইন্দিরা গান্ধীর মতো। যার ফলে ছবির টিজ়ার সামনে আসতেই চমকে ওঠেন ভক্তরা। তবে ছবি নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি। পরপর দুই ছবি ফ্লপ। যার জেরে এখন কঙ্গনা রানাওয়াত ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবিকে সেরার সেরা করে তুলতে। এবার তারই মাঝে কামাখ্যা দর্শন করে নিলেন অভিনেত্রী। গুয়াহাটিতে এসে মন্দিরে দিলেন পুজো। শক্তি পীঠ নিয়ে এক দীর্ঘ পোস্টও করলেন তিনি। কঙ্গনা রানাওয়াত বরাবরই আস্তিক। মন প্রাণ দিয়ে শিব পুজো করে থাকেন তিনি। তিনি নিয়মিত শিবের পুজো করেন। যান বিভিন্ন শৈব তীর্থ ক্ষেত্রে।

সদ্য গিয়েছে অম্বুবাচী, এই সময় প্রতিবছর ভীষণ ধুমধামে পুজো হয় কামাখ্যাতে। সেখানেই হাজির হলেন তিনি। ছবি শেয়ার করে লিখলেন, ‘আজ কামাক্ষার মন্দির দর্শন করলাম। এই মন্দিরে জগৎ জননী মায়ের যোনি রূপ পুজিত হয়। (কথিত আছে এখানে মায়ে যোনি পড়েছে), এই স্থান শক্তির উৎস। এই স্থান এক শক্তি পীঠ। এখানে শক্তির অপার সঞ্চার। কখনও গুয়াহাটি আসলে অবশ্যই মায়ের দর্শন করবেন। জয় মা।’ তার ভক্তরা কঙ্গনার এই পোস্ট দেখে খুবই মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিতেই ভক্তভরে সকলেই প্রমাণ জানান। কঙ্গনা রানাওয়াত এবার পোস্ট প্রডাকশনের কাজে হাত দেবেন। তাঁর আদামী ছবির জন্য তিনি মায়ের আশীর্বাদ নিতে গিয়েছেন বলেও অনেকের অনুমান। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল। তবে কঙ্গনা রানাওয়াত এখন অন্য কোনও বিষয় নজর দিতে নারাজ। কেবল তিনি তাঁর ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!