যীশু-সৌরভ-বনিদের দল টি ২০ লিগ চ্যাম্পিয়ন

0 0
Read Time:3 Minute, 15 Second

নিউজ ডেস্ক::সেলিব্রিটি ক্রিকেট লিগে বেশ কয়েক বছর ধরেই বাংলার ফ্র্যাঞ্চাইজি বেঙ্গল টাইগার্সের প্রতিনিধিত্ব করছেন যীশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত-সহ টলিউডের তারকারা। এবার তাঁরাই কাঁপালেন রাজারহাটের মাঠ।

রাজারহাটের বুকে গড়ে ওঠা মার্লিন রাইজ ক্রিকেট গ্রাউন্ডে গ্যালাক্সি টি ২০ লিগ সিজন টু-র ফাইনালের আসর ছিল জমজমাট।

প্রথমবার সাফল্যের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের পর এবার আরও বেশি জমকালোভাবে এই টুর্নামেন্টের আয়োজন করলেন অমৃত সরকার, সিদ্ধার্থ দীক্ষিত,আরবী চট্টোপাধ্যায়, শেখর দে-রা। এবারের টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল বেঙ্গল স্টারস ইলেভেন। এই দলই দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হলো।

বাংলা চলচ্চিত্র ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত অভিনেতারাই মাঠে নামলেন ব্যাট-বল হাতে। অ্যামেচার ক্রিকেটের আসরে পাওয়া গেল বিদেশি স্টেডিয়ামের আমেজ। যীশু, বনিদের সঙ্গে তারকাখচিত দলে ছিলেন সৌরভ দাস, ইন্দ্রাশিস রায়, সুমন বন্দ্যোপাধ্যায়রা। সকালে শ্যুটিংয়ের পর সন্ধ্যায় ক্রিকেট খেলা সকলেই জমিয়ে উপভোগ করলেন।

জয়পুর যাওয়ার কথা সকালে, কিন্তু তার আগের দিন সন্ধ্যায় মাঠে হাজির ছিলেন বনি। যীশু জানালেন, ফুটবলের চেয়ে ক্রিকেটই তাঁকে বেশি টানে। নিজে ক্রিকেট খেলতেন নিয়মিত। বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলেছেন। সেই সময়ের বন্ধুদের সঙ্গে টলিউডের সহকর্মীদের নিয়েই ক্রিকেট খেলা মিস করতে চান না একেবারেই।

সকালের কল টাইমের কথা মাথায় রেখেও ক্রিকেট মাঠে পেশাদার ক্রিকেটারের ভূমিকাতেই দেখা গেল অভিনেতা, কলাকুশলীদের। টলিউডের তারকাদের দলটি থাকায় টুর্নামেন্টের আকর্ষণও ছিল বেশি। ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় সবুজ গালিচায় মায়াবী ক্রিকেট। ব্যাট, বল, প্যাড, গ্লাভস হাতে মাঠ কাঁপালেন তাবড় অভিনেতারা।

পেশাদার ধাঁচের কর্পোরেট টুর্নামেন্টে তাক লাগিয়েছে ক্রিকেট মহলে। আগামীতে আরও বড় করে টুর্নামেন্ট আয়োজন করে গোটা দেশের নজর কাড়তে তৈরি গ্যালাক্সি টি ২০ কর্পোরেট লিগ কর্তৃপক্ষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!