পঞ্চম বৃহত্তম হিরের মালকিন এই ভারতীয় অভিনেত্রী

0 0
Read Time:2 Minute, 47 Second

নিউজ ডেস্ক ::

বলিউডের অভিনেত্রী হোন কিংবা সাধারণ ঘরের গৃহবধূ! হিরে পড়ার শখ আর না নেই। নাকে হোক কিংবা হাতে! শরীরের যে কোনও জায়গাতেই হিরের তৈরি গয়না পড়লেই আপনি সবার থেকে আলাদা। কিন্তু হিরে পড়ার স্বপ্ন খুবই কমই দেখেন মধ্যবিত্ত মানুষ।

কিন্তু জানেন কি দক্ষিণের এক অভিনেত্রীর কাছে বিশ্বের 5তম বৃহত্তম হিরে রয়েছে! আর এই হিরের দাম এতটাই যে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকার কেনার মতো ক্ষমতা নেই। সেই অভিনেত্রীর হিরের আংটির বিষয়ে আপনি জানেন?

তামান্না ভারতীয় শীর্ষ নায়িকাদের (Tamannaah Bhatia) মধ্যে একজন। স্টাইল স্টেটমেন্টের ব্যাপারে সব সময় অন্যদের থেকে আলাদা তিনি। সম্প্রতি বিজয় বর্মার সঙ্গে তামান্না সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন তামান্না’র বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরার মালিক। একাধিকবার অভিনেত্রী ক্যামেরার সামনে ওই আংটি দেখিয়েছেন। সেই আংটি কি আপনি দেখেছেন?

অভিনেত্রী তামান্না (Tamannaah Bhatia) কাছে থাকা হিরের আংটির গোলাকার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এটিই বিশ্বের পঞ্চম সবথেকে বড় হিরে। শুধু তাই নয়, বিশাল আকারের এই হিরের আংটির দাম প্রায় ২ কোটি টাকা। এমনটাই প্রকাশিত খবরে বলা হয়েছে। শুধু আকারেই নয়, হিরেটিকে দেখতেও খুব সুন্দর। একেবারে চকচকে। শুধু তাই নয়, খুবই আকর্ষণীয় বটে।

বিশেষ ব্যাপার হল এই আংটিটি তামান্না নিজে কেনেননি, রাম চরণের স্ত্রী উপাসনা তাঁকে উপহার হিসেবে সেটি দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, তেলেগু সিনেমা Sye Raa Narasimha Reddy তে তামান্না যেভাবে অভিনয় করেছেন তাতে খুশি উপাসনা। এই সিনেমাতে প্রোডিউসার রাম চরণ ছিলেন। উপাহার হিসাবে উপাসনা তা দিয়ে একটি পোস্ট করেছিলেন তা খুবই জনপ্রিয় হয়। এমনকি তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চর্চাও হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!