দল ভাঙানোর খেলায় এবার এক ধাপ এগিয়ে গেলো কংগ্রেস – কোলকাতা মেয়রের জামাই এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে

0 0
Read Time:3 Minute, 32 Second

নিউজ ডেস্কঃ ‘এ খেলা চলছে নিরন্তর’ – সেই গানের কথাতেই বলতে গত ১০/১২ বছর ধরে বাংলার রাজনীতিতে দল বদলের খেলা অনেকটা মানুষের জামা বদলের মতো হয়ে গেছে। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। শনিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে হায়দার সহ আরও বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা ধরলেন। অধীর তাঁদের স্বাগত জানিয়ে বলেন, তৃণমূল আরও ভাঙবে। হায়দার বলেন, তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন,২০১৯ আমাকে তৃণমূল যুবর সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন সরানো হলো তা এখন পর্যন্ত জানতে পারলাম না। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে মেয়র মুহূর্ত দেরি করেন নি। তিনি স্পষ্টত নিজের জামাইকে ‘পরজীবী’ বলে উল্লেখ করেন। হায়দারের দলবদলকে ফিরহাদ গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, আমার মনে হয় এবার কংগ্রেস দলটাই উঠে যাবে। কে কার আত্মীয় স্বজন তাই নিয়ে কাজ হয় না কি। আমি ছোট থেকে আন্দোলন করে বড় হয়েছি। পরজীবী থেকে কোনও লাভ হয় না। আমার মেয়ের সঙ্গে ওর (ইয়াসির) পোষাচ্ছে না। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এ নিয়ে আর কিছু বলব না।
উনি ব্যক্তিগত বললেও এটা বলে দিলেন যে তাঁর কন্যার সঙ্গে জামাইয়ের মনান্তর চলেছে।

ইয়াসিন বলেন,আমি তোলাবাজির সঙ্গে না থাকার কারণে দলে আমি কোণঠাসা হয়ে পারছিলাম। তিনি আরো বলেন,যে দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে থেকে রাজনীতি করা যায় না। তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকে। অধীর চৌধুরীর নেতৃত্বে কাজ করতে আমি শতাব্দীপ্রাচীন দলে শামিল হলাম। উল্লেখ্য, ইয়াসির যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন। কিন্তু কোনও কাজ করতে পারছিলেন না। এদিকে এই যোগদানে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন এবার আমি বড়ো অংশে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারবো। এদিকে এই যোগদানে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সাধারণত শাসকদলের দিকেই দলবদলের ঝোঁক থাকে। সেখানে এই উলটপূরাণে খুশি তিনি। এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূলের মতো আমরা দল ভাঙাতে চাই না। কিন্তু কেউ যদি পুরোনো দলে থেকে কাজ করতে না পারেন ও কাজ করার বাসনা নিয়ে কংগ্রেসে আসেন তাঁকে আমরা সব সময় স্বাগত জানাব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!