এশিয়ান গেমসের ফাইনালে অনবদ্য তিতাস

0 0
Read Time:5 Minute, 2 Second

নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের পর এবার এশিয়ান গেমসে ভারতের মহিলা দলকে ঐতিহাসিক সোনা জেতানোর ক্ষেত্রেও অবদান রাখলেন হুগলির চুঁচুড়ার তিতাস সাধু। আজ হাংঝৌয়ে শ্রীলঙ্কাকে রানে ১৯ রানে হারাল হরমনপ্রীত কৌরের দল।

কমনওয়েলথ গেমসে সোনা জয়ের কাছাকাছি পৌঁছেও তা অধরা ছিল। তবে এশিয়ান গেমসে প্রথমবার নেমেই বাজিমাত করল ভারতের প্রমীলা-বাহিনী। লো স্কোরিং ম্য়াচে ভারতের দিকে পাল্লা ঝোঁকাল তিতাসের স্মরণীয় স্পেল।

ভারতের মহিলা দলে গতকালই অভিষেক হয়েছিল তিতাসের। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে তিতাস ৪ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। আজ ফাইনালে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ১১৭ রানের টার্গেট দিয়েছিল ভারত। প্রথম ওভার করতে গিয়ে দীপ্তি শর্মা দেন ১২ রান। ফলে তৃতীয় ওভারে দীপ্তিকে সরিয়ে তিতাসকে আক্রমণে আনেন হরমনপ্রীত

ফাইনালে প্রথম ওভারটি করতে গিয়ে প্রথম বলেই শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলে নেন তিতাস। এরপর এই ওভারের চতুর্থ বলে আরও একটি উইকেট। ১৩ রানের মাথায় দুটি উইকেট পড়ে। এরপর পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে গিয়ে দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার তৃতীয় উইকেট তুলে নেন তিতাস। প্রথম স্পেলে তাঁর বোলিং ফিগার ৩ ওভার ১ মেডেন ২ রানে ৩ উইকেট।


তিতাস যে তিন ব্যাটারকে প্রথম স্পেলে আউট করেন তাঁরা হলেন অনুষ্কা সঞ্জীবনী (৫ বলে ১), বিশ্মি গুণরত্নে (৩ বলে ০) ও অধিনায়ক চামারি আতাপাত্তু (১২ বলে ১২)। ১৪ রানের মাথায় শ্রীলঙ্কার তৃতীয় উইকেট পড়েছিল। চাপ কাটাতে আগ্রাসী ব্যাটিং শুরু করেন হাসিনি পেরেরা। ৯.৫ ওভারে হাসিনিকে (২২ বলে ২৫) ফেরান রাজেশ্বরী গায়কোয়াড়।

৫০ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৫তম ওভারে বল করতে গিয়ে মাত্র ৪ রান খরচ করেন তিতাস। একটি মেডেন-সহ চার ওভারে মাত্র ৬ রান খরচ করে তিনি তুলে নেন তিনটি মূল্যবান উইকেট। ১৬.১ ওভারে ৭৮ রানে পঞ্চম উইকেটের পতন। ৩৪ বলে ২৩ রান করে পূজা বস্ত্রকারের বলে বোল্ড হয়ে যান নীলাক্ষী ডি সিলভা।
১৭.৪ ওভারে ৮৬ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটটি তুলে নেন দীপ্তি শর্মা। ওশাডি রণসিংঘে ২৬ বলে ১৯ রানে সাজঘরে ফেরেন। দীপ্তি ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। ১৯তম ওভারের শেষ বলে ৯২ রানে সপ্তম উইকেট হারায় শ্রীলঙ্কা। দেবিকা বৈদ্যর বলে কাবিশা কুমারীর (৮ বলে ৫) ক্যাচ অনেকটা দৌড়ে তালুবন্দি করেন রিচা ঘোষ।

রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে স্টাম্প আউট হন সুগন্দিকা কুমারী (৮ বলে ৫)। রাজেশ্বরী ২ উইকেট নেন ৩ ওভারে ২০ রান দিয়ে। ১৯.৫ ওভারে ৯৬ রানে পড়ে অষ্টম উইকেট। শেষে ৮ উইকেটে ৯৭ রানের বেশি এগোতে পারেনি শ্রীলঙ্কা। পূজা বস্ত্রকার ১টি মেডেন-সহ ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নেন। দেবিকা বৈদ্য ৪ ওভারে ১৫ রান খরচ করে ঝুলিতে পোরেন ১ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিল। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৪৬ করেন স্মৃতি মান্ধানা। পাঁচটি চারের সাহায্যে ৪০ বলে ৪২ জেমাইমা রডরিগেজের। শেফালি ভার্মা ৯, রিচা ঘোষ ৯, হরমনপ্রীত কৌর ২, পূজা বস্ত্রকার ২ ও আমনজ্যোৎ কৌর ১ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।

উদেশিকা প্রোবধনী, সুগন্দিকা কুমারী ও ইনোকা রণবীরা দুটি করে উইকেট দখল করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!