বিশ্বকাপে টানা ৩ ম্যাচে হার পাকিস্তানের! 

0 0
Read Time:4 Minute, 56 Second

নিউজ ডেস্কঃ ১৯৯৯ সালের বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে হেরেছিল পাকিস্তান। আর ২০২৩ সালের বিশ্বকাপে হারের হ্যাটট্রিক হল পাকিস্তানের। আর সেই দুই হ্যাটট্রিকের মধ্যে অবিশ্বাস্য মিল আছে। যে মিল দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যেতে পারে।

চব্বিশ বছর পর একদিনের ক্রিকেট বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে হারল পাকিস্তান। ১৯৯৯ সালের বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করেছিলেন ইনজামাম-উল-হকরা। আর এবার ২০২৩ সালের বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে হারলেন বাবর আজমরা। আর সেই দুই হারের হ্যাটট্রিকের মধ্যে অবিশ্বাস্য মিল আছে। দু’বারই ৬২ রানে একটি ম্যাচে হেরেছে পাকিস্তান। আবার এক ওভার বাকি থাকতে বিপক্ষ দল জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। শুধু তাই নয়, ১৯৯৯ সালের বিশ্বকাপে ওই হারের হ্যাটট্রিকে মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে হারও ছিল। যা বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম হার ছিল। আর এবার আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। যা আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম হার। যদিও সেই হারের মধ্যে সান্ত্বনা খুঁজছেন পাকিস্তানের ভক্তরা। কারণ পরপর তিনটি ম্যাচে হেরেও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। তারপর অবশ্য ফাইনালে হেরে গিয়েছিল।

২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের হারের হ্যাটট্রিক

১) ভারত বনাম পাকিস্তান: আমদাবাদে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যান বাবর আজমরা। জবাবে ৩০.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সাত উইকেটে জিতে যান রোহিত শর্মারা।
২) অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান: ৬২ রানে হেরে যায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩৬৭ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান।
৩) আফগানিস্তান বনাম পাকিস্তান: আট উইকেটে জিতে গিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে এক ওভার বাকি থাকতেই দুই উইকেটে ২৮৬ রান তুলে ফেলেন আফগানরা।

১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের হারের হ্যাটট্রিক 

১) বাংলাদেশ বনাম পাকিস্তান: ৬২ রানে হেরে গিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২২৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৪৪.৩ ওভারে ১৬১ রানে অল-আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। অর্থাৎ হেরে গিয়েছিল ৬২ রানে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ৬২ রানে হেরে গিয়েছে পাকিস্তান।
২) পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: এক ওভার বাকি থাকতে তিন উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার পাক্কা ছয় বল বাকি থাকতে জিতে গিয়েছে আফগানিস্তান। ১৯৯৯ সালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২২০ রান তুলেছিল পাকিস্তান। জবাবে সাত উইকেট হারিয়ে ৪৯ ওভারেই সেই রান তুলে নিয়েছিলেন প্রোটিয়ারা।

৩) ভারত বনাম পাকিস্তান: পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে দিয়েছিল ভারত। ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ছয় উইকেটে ২২৭ রান তুলেছিল ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ১৮০ রানে অল-আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ভারত জিতেছিল ৪৭ রানে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!