‘এক চাকরি, এক বোনাস’-এর দাবিতে সরব শুভেন্দু অধিকারী

0 0
Read Time:3 Minute, 24 Second

নিউজ ডেস্ক ::ওআরওপি। ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশনের দাবিতে সরব হয়েছিলেন দেশের অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা। মোদী সরকার সেই দাবির সমাধান করে। সেখানে বাংলায় এবার এক চাকরি এক বোনাসের দাবি উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি তুলেছেন।

বিজেপি বিভাজনের রাজনীতি করে, এব্যাপারে জবাব দিতে গিয়ে তৃণমূলের পাল্টা সরকারি বিভাজনের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইদ ছাড়াও দুর্গাপুজোর বোনাস দিতে গিয়ে এই বিভাজন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে বলেছেন, দুর্গাপুজো সময় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের ৫৩০০ টাকা করে বোনাস দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলান্টিয়ারদের দুই হাজার টাকা করে বোনাস দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। এব্যাপারে পাশাপাশি দুটি অ্যাকাউন্ট প্রাপ্তির ছবিও দিয়েছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী রাজ্যেরই কোনও কোনও জেলায় ইদের বোনাস ৫৩০০ টাকা এবং কোনও কোনও জেলায় ছয় হাজার টাকা রাখার সরকারি বিজ্ঞপ্তি তুলে ধরে সরব হয়েছে। এছাড়াও তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির বার্তাও তুলে ধরেছেন।

বিরোধী দলনেতা প্রশ্ন, কেন এই বৈষম্য তৈরি করা হচ্ছে? তিনি বলেছেন, সব সিভিক ভলান্টিয়ারদের কাজের বিবরণ ও দায়িত্ব একই। ফলে তাদেরকে দেওয়া বোনাসের পরিমাণ এক হবে না কেন, প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে অনুরোধ করেছেন, এই বৈষম্যের অবসান ঘটানো হোক। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করা সকল ভাই ও বোনেদের উৎসবের সময় সমান অর্থ প্রদান করা হোক।

শুভেন্দু অধিকারী বলেছেন সিভিক ভলান্টিয়ারদের দেওয়া পুজো কিংবা ইদের সময় বোনাসের বৈষম্য বিস্ময়কর। তিনি পুজোর সময় কলকাতার পুলিশের ৫৩০০ টাকা এবং রাজ্য পুলিশের ২০০০ টাকা বোনাসের কথা তুলে ধরে বলেছেন, যখন প্রশাসনি দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয়, তখন এটি ঘটে। বাকি পশ্চিমবঙ্গ তাদের কাছে ঝাপসা দেখায়। এই বৈষম্যের অবসান ঘটিয়ে তিনি এক চাকরি-এক বোনাসের দাবি করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!