অভিনেত্রী অনন্যার সঙ্গে নাচেও সুপারহিট রাসেল

0 0
Read Time:4 Minute, 8 Second

নিউজ ডেস্ক ::বিগত কয়েক বছর ধরেই কেকেআর দলের দুই ক্যারিবিয়ান স্তম্ভ হলেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। নিলামে দলে অনেক রদবদল হলেও কোনও ভাবেই দুই বিদেশিকে ছাড়ে না নাইট টিম ম্যানেজমেন্ট। ২০২৩ সালের আইপিএলে খুব একটা ছন্দে পাওয়া যায়নি কেকেআরের দুই বিদেশিকে, কিন্তু‌ এবার দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নেন নারিন, গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাসেলও।

এবার লোকসভা ভোটের জন্য কলকাতায় নাইটদের কোনও বিজয় উৎসব হয়নি। সেলিব্রেশন পর্ব মিটে গিয়েছে চেন্নাইতেই। ট্রফি জয়ের পর রাতজুড়ে উদ্দাম সেলিব্রেশন হয়েছে নাইট শিবিরে।সেই সেলিব্রেশন পর্বে কেকেআর-এর অল-রাউন্ডার তারকা আন্দ্রে রাসেলের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অভিনব দৃশ্য। শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবির সুপারহিট ‘লুট পুট গ্যয়া’ গানে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে কেকেআরের তারকা বিদেশিকে। অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবার কেকেআরের ম্যাচে পরিচিত মুখ ছিলেন। শাহরুখ-সুহানার সঙ্গে তাঁকেও প্রায়শই নাইটদের ম্যাচ চলাকালীন ভিআইপি বক্সে দেখা গিয়েছে।
রাসেল-অনন্যা নাচলেন দলের মালিক শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমার গান ‘লুট পুট গয়া’ তে! সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এখানেই শেষ নয় ছোট্ট ভিডিওতে চমক আরও আছে। সেখানে দেখা গিয়েছে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও। কঠোর পণ্ডিত মশাইও কোমার দোলাচ্ছিলেন গানের তালে।

ট্রফি জয়ের পর পার্টি আয়োজন করা হয় কেকেআর দলের পক্ষ থেকে। পার্টিতে কমলা ড্রেস পরে গিয়েছিলেন অনন্যা। রাসেলের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। দুজনেই নাচছিলেন শাহরুখের সিনেমার গানের ছন্দে।

আন্দ্রে রাসেল কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। আসলে ক্যারিবিয়ানরা রঙিন জীবন কাটাতে পছন্দ করেন।ক্যামেরার সামনে সমান সাবলীল তিনি। সিনেমা নয়, একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে রাসেলকে।

একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিষেক নায়ার, বরুণ চক্রবর্তীর সঙ্গে রমণদীপ জমিয়ে নাচ করছেন। শুধুই কি তাই নাচের ফাঁকে পানীয় ছুঁড়ছেন তাঁরা। দেশি বয় গানের সুরে নাচতে দেখা যায় তাঁদের। আইপিএল ট্রফি জেতার পর গোটা রাত ধরে চলে বিজয়োল্লাস। তবে পার্টিতে দেখা যায়নি শাহরুখ খানকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!