ধ্যান ভঙ্গের পরে মোদীর প্রথম প্রতিক্রিয়া

0 0
Read Time:2 Minute, 19 Second

নিউজ ডেস্ক ::৩১তারিখ কন্যাকুমারি বিবেকানন্দ রকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেন। ১তারিখ ধ্যান শেষ করে উনি সামনে আসেন। তারপর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি পূর্ণ আস্থার সঙ্গে এটা জানাচ্ছি যে ভারতবাসী এনডিএ সরকারকে ক্ষমতায় আনতে ভোট দিয়েছেন আর এনডিএ রেকর্ড ভোট পাবে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছেন, কীভাবে গরীব, প্রান্তিক ও অসহায় মানুষদের জীবনকে বদলাতে আমরা কাজ করে গিয়েছি সেটা তাঁরা দেখেছেন। কীভাবে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। কোনও পক্ষপাতিত্ব ছাড়াই সরকারি স্কিমগুলি মানুষের কাছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। একহাত নিয়ে তিনি ইন্ডিয়া জোটকে সুবিধাবাদী জোট বলেছেন।

সরস হয়ে যাওয়া লোকসভা ভোটে অংশ গ্রহণ করার জন্য তিনি মানুষকে অভিনন্দন জানান। এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভোটারদের প্রতিশ্রুতি এবং উৎসর্গ ভারতের গণতান্ত্রিক চেতনাকে শক্তিশালী করে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য মহিলা ও যুবকদেরও ধন্যবাদ জানান মোদী। ‘ভোট দিয়েছে ভারত! যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সক্রিয় অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। তাদের প্রতিশ্রুতি এবং নিষ্ঠা নিশ্চিত করে যে আমাদের জাতির মধ্যে গণতান্ত্রিক চেতনা বিকশিত হয়। আমি ভারতের নারী শক্তি এবং যুবশক্তিরও বিশেষ প্রশংসা করতে চাই।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!