উয়েফা ইউরো ২০২৪

0 0
Read Time:3 Minute, 3 Second

নিউজ ডেস্ক ::২০২৪ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (জার্মান: Fußball-Europameisterschaft 2024; এছাড়াও উয়েফা ইউরো ২০২৪ অথবা সংক্ষেপে ইউরো ২০২৪ নামে পরিচিত) উয়েফা দ্বারা আয়োজিত চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আসরটি ২০২৪ সালের ১৪ই জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত জার্মানির ১০টি শহরের ১০টি মাঠে অনুষ্ঠিত হবে। এই আসরের বিজয়ী দল পরবর্তীকালে ২০২৫ কনমেবল–উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্সে ২০২৪ কোপা আমেরিকার বিজয়ী দলের মুখোমুখি হবে। এই আসরে অংশগ্রহণের মাধ্যমে জর্জিয়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অভিষেক করবে।

এই আসরের মাধ্যমে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো তৃতীয়বারের মতো জার্মান ভূখণ্ডে এবং দ্বিতীয়বারের মতো একীভূত জার্মানিতে অনুষ্ঠিত হবে, প্রাক্তন পশ্চিম জার্মানি ১৯৮৮ সালের আসরটির আয়োজক ছিল এবং একাধিক দেশের আয়োজনে উয়েফা ইউরো ২০২০-এর চারটি ম্যাচ মিউনিখে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে লাইপ্‌ৎসিশ এই আসরের ম্যাচ আয়োজন করার মাধ্যমে প্রাক্তন পূর্ব জার্মানি প্রথমবারের মতো উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে, এর পাশাপাশি প্রথমবারের মতো একীভূত জার্মানি একক আয়োজক দেশ হিসেবে প্রতিযোগিতাটি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের আসরটি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার পর এই প্রতিযোগিতাটি পুনরায় তার স্বাভাবিক চার বছরের চক্রে অনুষ্ঠিত হবে।

ইতালি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২০ সালে ইংল্যান্ডের সাথে অতিরিক্ত সময় পর ১–১ গোলে ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!