কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণে বহু ট্রেনের পথ ঘোরানো হলো

0 0
Read Time:2 Minute, 49 Second

নিউজ ডেস্ক ::শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটার ফলে বহু ট্রেনের গতিপথ পাল্টে দেওয়া হলো। সোমবার সকাল ৮. ২০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ার পর রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর আসছে।  তাতে মালগাড়ির লোকো পাইলট, সহকারি লোকো পাইলট, কাঞ্চলজঙ্ঘার গার্ডের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই রেলের্বপক্ষ থেকে তৎপরতা শুরু হয়ে যায়। তার জেরে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। তবে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ট্রেন আপাতত বাতিল করা হয়নি। রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

যে ট্রেনগুলো ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে সেই ট্রেনগুলি হলো –
*১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস।
*২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
*১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
*০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল

আর যে ট্রেনগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে তা হলো –
*১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
*০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল
*২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
*১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
*২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত।

অন্য দিকে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন,
*২২৩০২ এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে। 
*১৫৯৬২ কামরূপ এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।
*১৩১৪৮ উত্তরবঙ্গ এক্লপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।

দুর্ঘটনাস্থলের পিছনে যে ট্রেনগুলো রয়েছে, সেগুলিকে অন্য রুটে ঘুরিয়ে গন্তব্যে নিয়ে আসা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!