জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বে টি২০ বিশ্বকাপ ফাইনালে ফেভারিট কারা? 

0 0
Read Time:4 Minute, 12 Second

নিউজ ডেস্ক ::টি২০ বিশ্বকাপের ফাইনালে আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুই দলই এখনও অবধি অপরাজেয়।

ভারত ২০০৭ সালের পর ফের টি২০ বিশ্বকাপ জিততে মরিয়া, তৃতীয়বার ফাইনাল খেলবে মেন ইন ব্লু। দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল।

জ্যোতিষী নরেন্দ্র বুন্দে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ভারত যে চ্যাম্পিয়ন হবে তা আগাম জানিয়েছিলেন। এ ছাড়াও বহু ক্ষেত্রে মিলেছে তাঁর ভবিষ্যদ্বাণী। বুন্দে জানিয়েছেন, আজ রোহিত শর্মার হাতেই বিশ্বকাপ উঠবে। ফাইনালে জ্বলে উঠবে বিরাট কোহলির ব্যাটও।

আজকের তারিখ হলো ২৯-০৬-২০২৪। যে সংখ্যাগুলির যোগফল দাঁড়াচ্ছে ২৫। ১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল ২৫ জুন। কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের কাছে হার মেনেছিল প্রথম দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, হয়নি হ্যাটট্রিক। ফলে ২৫ সংখ্যাটি শুভ ভারতের ক্ষেত্রে।

বুন্দে আরও জানিয়েছেন, কয়েক বছর আগে রোহিত শর্মার হাত দেখেছিলাম। তখন তাঁকে বলেছিলাম আপনার নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জিতবে। গ্রহের অবস্থান পর্যালোচনা করে বুন্দে জানান, সব কিছু রোহিতের পক্ষেই রয়েছে।

জ্যোতিষীরা বিভিন্ন আঙ্গিক পর্যালোচনা করে জানিয়েছেন, গ্রহ, নক্ষত্রের অবস্থান-সহ নানা বিষয় রোহিত শর্মার পক্ষে ঠিকঠাক রয়েছে ৬৪ শতাংশ। এইডেন মার্করামের পক্ষে তা ৬৬ শতাংশ। বেশি প্রত্যাশা না রেখে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে রোহিতকে। চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ফ্যাক্টর হতে পারে শক্তপোক্ত মানসিক প্রস্তুতি।

এইডেন মার্করামের সাফল্য এনে দিতে পারে সুচতুর অনুমান বা অন্তর্দৃষ্টি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ হতে পারে। মাঠে নেতৃত্ব দেওয়ার সময় মনস্তাত্ত্বিক শক্তিও পক্ষে যেতে পারে মার্করামের। তবে সংখ্যাতত্ত্বের নিরিখে ভারত অনেক এগিয়ে।

জুন মাসের ২৯ তারিখ ম্যাচটি হচ্ছে। ফলে সংখ্যাতত্ত্বের নিরিখে অধিনায়ক রোহিতের হাতে কাপ ওঠার সম্ভবনা ৮০ শতাংশ, মার্করামের ক্ষেত্রে ২০ শতাংশ। বাধা কাটাতে অন্তর্দৃষ্টির মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হয়েছে মার্করামকে।

ম্যাচ চলাকালীন বৃহস্পতি ও রাহুল প্রভাব থাকবে। বৃহস্পতির উপর নির্ভর করবে রণকৌশলের নিয়ন্ত্রণ। রাহুর উপর নির্ভর করে অপ্রত্যাশিত কিছু। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস। থাকছে রেবতী নক্ষত্রের ভূমিকাও। যার সুফল তাঁদের উপর বর্ষিত হয় যাঁরা দোষারোপের দিকে না গিয়ে সযত্নে বিকাশে মনোনিবেশ করেন। তাতে ইতিবাচক পরিবেশ থাকে। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে, ভারতেরই কাপ জয়ের সম্ভাবনা প্রবল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!