ভারতীয় বিশ্বকাপ জয়ী টিম ও প্রধানমন্ত্রী – ছবির কোলাজ

0 0
Read Time:3 Minute, 8 Second

নিউজ ডেস্ক ::হ্যাঁ, ঘটনাটা বেশিদিন আগের নয়। ২০২৩ সালের ১৯ নভেম্বর আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পরে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতীয় খেলোয়াড়দের সান্ত্বনা দিয়েছিলেন। সেরকমভাবেই রোহিত এবং বিরাটের হাত ধরেছিলেন। সেই স্মৃতি এখনও সকলের মনে আছে। সেদিন প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়াকে বলেছিলেন, পিছনে নয় সামনের দিকে তাকাতে হবে। আজ বৃহস্পতিবার সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মদী টিম ইন্ডিয়াকে সেই বর্তাই দিলেন। মাঝে থেকে গেলো ৭/৮টা মাস।

বিশ্বকাপ ক্রিকেটের বিজয় মুকুট মাথায় নিয়ে বৃহস্পতিবার ভোরে বিমান বন্দরে নেমে হোটেলে গিয়ে ফ্রেস হয়ে টিম ইন্ডিয়া বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতে। ক্যাপ্টেন রোহিত, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দ্রাবিড়দের সঙ্গে দেখা করার পরে মোদী বলেন, ‘আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাতের সময়টা দারুণ কাটল। ৭, লোক কল্যাণ মার্গে বিশ্বকাপজয়ী দলের সঙ্গে দেখা হল। পুরো টুর্নামেন্টে ওদের কীরকম অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে স্মরণীয় গল্প-গুজব হল।’ হাসতে হাসতে সকলেই আসলেন বাইরে। প্রস্তুত ক্যামেরা।

শুরু হলো ফটো সেশন। একটা অসাধারণ ছবি ধরা পড়লো ক্যামেরায়। গ্রুপ ফোটো সেশনের সময় বিশ্বকাপ ট্রফিটা নিজের হাতে ধরেননি প্রধানমন্ত্রী। রোহিত এবং দ্রাবিড়কে ধরতে দেন। ছোট একটা বিষয়। কিন্তু বার্তাটা বড় দিলেন।’ এক নেটিজেন বলেন, ‘রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফিটা ধরে আছেন। আর প্রধানমন্ত্রী মোদী তাঁদের হাত ধরে আছেন। লিডার!! দুই লিডারের সঙ্গে আছেন দেশের অভিভাবক – এমনি একটা বার্তা। সঙ্গে সঙ্গে সামনে চলে আসে ২০২৩ সালের ১৯ নভেম্বরের সেই ছবি – যেখানে প্রধানমন্ত্রী রোহিত এবং বিরাটের হাত ধরেছিলেন। যেন বলেছিলেন, এগিয়ে চলো সাফল্য আসবেই। সেই দুই ছবি মিলে গড়ে উঠেছে আধুনিক ভারতের এক ছবির কোলাজ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!