বড় ঘোষণা মমতার মন্ত্রীর

0 0
Read Time:3 Minute, 12 Second

নিউজ ডেস্ক ::রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee) বিভিন্ন দফতরে কয়েকশ চুক্তিভিত্তিক কর্মচারি রয়েছে। তাদের অবসরের পর এককালীন ভাতার অঙ্ক এক ধাক্কায় বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে। নবান্নের তরফে তা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

এবার সেই তালিকায় যুক্ত হল শিক্ষা দফতরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারীরাও। বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘোষণায় খুশির হাওয়া শিক্ষা দফতরে (Mamata Banerjee-Bratya Basu) । সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)।

যেখানে তিনি লিখছেন, সুখবর… ” পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার বাড়িয়ে পাঁচ লক্ষ করা হল। এই সুবিধা প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।”

ইতিমধ্যে সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১লা এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ১লা এপ্রিল থেকে যারা অবসর নিয়েছেন সবাই এককালীন পাঁচ লাখ টাকা পাবেন বলে নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, আশা কর্মী থেকে কর্মরত সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারেরা অবসরের সময়ে এককালীন এই টাকা পাবে বলে আগেও জানিয়েছিল নবান্ন। এবার সেই তালিকায় যুক্ত হল শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও। এতে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার কিংবা এসএসকে এবং এমএসকে-র কর্মীদের অবসরের বয়স আলাদা আলাদা। সেক্ষেত্রে অবসর পরে কেউ পেতেন দু’লাখ টাকা আবার কাউকে তিন লাখ দেওয়া হতো। কিন্তু এবার পাঁচ লাখ টাকা দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!