কার্গিল যুদ্ধের বিজয় দিবসের ২৫ বছর – প্রধানমন্ত্রীর বার্তা

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক ::আজ শুক্রবার কার্গিল যুদ্ধ বিজয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে সমস্ত সেনা বিভাগে চলেছে বিজয় উৎসব। সঙ্গে কার্গিল যুদ্ধে প্রাণ দিয়েছেন যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই উপলক্ষে এদিন লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই দিলে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি। বললেন, “ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা।” তিনি আরো বলেন, “আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না।” প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের দেশপ্রেমী সেনা বাহিনী দেশের জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে পারেন। তাই কারোর ক্ষমতা নেই আমাদের রক্তচক্ষু দেখানোর।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় প্রধানমন্ত্রী পৌঁছে যান কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে। শহিদদের স্ত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। তারপরে তিনি বলেন, “আমাদের দেশকে যাঁরা রক্ষা করেছেন, তাঁদের সকলকে আজ শ্রদ্ধা জানানোর দিন।” এদিন কার্গিল যুদ্ধের বীরদের শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আজ কার্গিল বিজয় দিবসের ২৫তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা এবং সাহসের কথা স্মরণ করছি। তাদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব এবং দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!