বীরেন্দ্র মেমোরিয়াল ফাইন আর্টস অ্যান্ড কালচারের উদ্যোগে দার্জিলিং আর্ট ফেস্টিভ্যাল ২০২৪

0 0
Read Time:3 Minute, 18 Second

নিউজ ডেস্ক : এবার উওরবঙ্গের দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল ৩০শে জুলাই থেকে ১লা আগষ্ট পর্যন্ত। চিত্রকলা, ভাস্কর্য ও হস্তশিল্পের প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রী রাজ বাসু মহাশয় (টুরিজম ডেভেলপার, অ্যাক্ট) ও শ্রী রবীন্দ্র জৈন মহাশয় ।

পরিবেশ সচেতনতার জন্য ও সবুজ বাঁচাতে সকল অতিথি বৃন্দ ছোট্ট একটি গাছে জল প্রদান ও প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার উদ্বোধন করেন ।৫০ জন শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সদস্য – সদস্যাগণ শিল্পী শ্রীঅজয় কুমার সরকার, সুপর্ণা সেন, অভিষেক বসুনিয়া, পাপিয়া, শুভঙ্কর, মৌ, রিমা, রচনা প্রমুখ।

দ্বিতীয় দিনে শিল্পকর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়,তার তত্বাবধানে কিছু শিল্পীদের নিয়ে রামকিঙ্কর গ্যালারিতে অনুষ্ঠান সূচিত হয়, এবং তৃতীয় দিনে বিশিষ্ট চিএশিল্পী শ্রী বিপদ ভঞ্জন শিকদার মহাশয় এবং অমরেন্দ্র পান্ডে(প্রফেসর এগ্ৰিকালচার ডিপার্টমেন্ট,নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি) এনাদের উপস্থিতিতে সকল শিল্পীদের হাতে স্মারক সন্মান তুলে দেওয়া হয়, সেই সাথে ইন্সপিরিয়া কলেজ ক্যাম্পাস পরিচালনায় সংস্থার সদস্য শিল্পী শ্রী অজয় কুমার সরকার এর জীবনের পথ চলার একটি ১৫ মিনিটের ডকুমেন্টারি ফিল্ম প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়,যাতে নতুন প্রজন্মের শিল্পীরা চিএকলা জগতে আগ্ৰহী হয়ে জীবনে চলার পথে এগিয়ে চলতে পারে।সংস্থার কর্ণধার শিল্পী বিষ্ণু মাইতি বাবু বলেন আগামীতে আরো বড় অনুষ্ঠান করার ইচ্ছে আছে, যে সকল প্রতিভাবান শিল্পী আছেন তাদের কে

আগামীদিনে আরও বড় জাগাতে নিয়ে যাবার জন্য বি.এম .ফাইন আর্ট অ্যান্ড কালচার সব সময় তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সংস্থার কর্ণধার আরও বলেন দেখতে দেখতে এই সংস্থা ১৪ বছর অতিক্রম করে ১৫বছরে পা রাখতে চলেছে, এই বিগত বছর গুলোতে যে সকল শিল্পীরা এই সংস্থার সাথে যুক্ত আছেন তাদের


সকল কে ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে এই ভাবেই সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!