আরজি করের ভাঙা ধর্নামঞ্চে হাজির রাজ্যপাল বোস

0 0
Read Time:3 Minute, 12 Second

নিউজ ডেস্ক ::স্বাধীনতা দিবসের দুপুরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ গতকাল মধ্য রাতে হাসপাতালের ভিতর তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন জায়গা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ।

সেই ধর্নামঞ্চেই এদিন উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায় ৩০০ জনের একটি বড় দল আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছে। এই কথা উঠে আসছে। পুলিশ একাধিক ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের কাছেও পুলিশ সাহায্য চেয়েছে।

কর্মবিরতিতে যাওয়া জুনিয়র ডাক্তারদের উপর গতকাল হামলা চলে। প্রাণ বাঁচাতে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে পালান পুরুষ ও মহিল আন্দোলনকারী চিকিৎসকরা। হস্টেলে ঢুকেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। কিন্তু কোনওভাবেই আন্দোলন থেকে পিছিয়ে যাচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে নারকীয় ঘটনা ঘটেছে, তার বিচার চাই। এই দাবি আরও একবার উঠেছে।

স্বাধীনতা দিবসের সকাল থেকেই আন্দোলনকারীরা কর্মবিরতিতে চলে গিয়েছেন। হাসপাতালের নির্দিষ্ট অংশে তারা অবস্থান করছেন। ছড়িয়েছিটিয়ে রয়েছে মঞ্চের ভাঙা অংশ। আন্দোলন তার মধ্যেই হচ্ছে। সেই মঞ্চেই এবার পৌঁছলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন সকালে রাজ্যপাল ব্যারাকপুরের গান্ধী ঘাটে যান। সেখানে স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে যোগ দেন। পরে রাজভবনে স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাধীনতা দিবসের বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর রাজভবন থেকে আরজি কর হাসপাতালের উদ্দেশ্যে রাজ্যপালের কনভয় রওনা হয়।

বেলা একটার পরে রাজ্যপালের কনভয় আরজি কর হাসপাতালে ঢোকে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে যান রাজ্যপাল। কর্মবিরতিতে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন। পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। ‘ উই ওয়ান্ট জাস্টিস’ এই স্লোগান তখনও রাজ্যপালের উপস্থিতিতে চলছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!