আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ দেশ জুড়ে চিকিৎসকদের কর্ম বিরতি

0 0
Read Time:2 Minute, 18 Second

নিউজ ডেস্ক ::আর জি কর কান্ড নাড়িয়ে দিয়ে গেছে সমস্ত দেশকে। এমন কি এর প্রতিবাদের ঢেউ ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশেও পৌঁছেছে। আর আজ সারা ভারত জুড়ে চিকিৎসকদের কর্ম বিরতি। ওই নির্মম কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ আজ দেশ জুড়ে ২৪ ঘন্টা কর্মবিরতির দাক দিয়েছে। সংগঠনের পক্ষে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ সকাল ৬ টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জরুরী বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। স্বাভাবিক কারণেই অসুবিধায় পড়বে বহু রুগী। কিন্তু প্রতিবাদটা প্রয়োজনীয়।

IMA এর ডাকা দেশব্যাপী এই কর্মবিরতি তে ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছে। ফলে চিকিৎসার সমস্ত ক্ষেত্রই হয়তো শনিবার স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এখনও প্রকৃত অপরাধী ধরা পরে নি। এই লজ্জা বাংলার। FAIMS এর প্রেসিডেন্ট অধ্যাপক Chittaranjan Behera এবং সাধারণ সম্পাদক Dr. Amarinder Singh Malhi গতকাল নতুন দিল্লির AIIMS এর ডিরেক্টরকে চিঠি দিয়ে এই কর্ম বিরতির কথা জানান। এই ঘটনার প্রতিবাদে দিল্লীর রামমোহন লোহিয়া হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেজিকেল কলেজ সহ অন্য হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারাও প্রতিবাদে সামিল হয়েছেন। এদিকে বাংলায় শাসক ও বিরোধীরা একে অপরকে দোষারোপ করে চলেছে। মুখ্যমন্ত্রী অন্যান্য ক্ষেত্রের মতো এ ক্ষেত্রেও ১০ লাখের ‘টোপ’ দিয়েছেন। কিন্তু সব মেরুদন্ড বাঁকা হয় না!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!