প্যারালিম্পিকে ভারতের একাধিক পদক বিজয়ী

0 0
Read Time:1 Minute, 42 Second

নিউজ ডেস্ক ::ভারত 1968 সালের গেমসে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে আত্মপ্রকাশ করে , 1972 সালে আবার প্রতিযোগিতা করে এবং তারপর 1984 গেমস পর্যন্ত অনুপস্থিত ছিল । দেশটি তখন থেকে গ্রীষ্মকালীন গেমসের প্রতিটি সংস্করণে অংশগ্রহণ করেছে। এটি কখনোই শীতকালীন প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করেনি ।

প্যারালিম্পিকে ভারতের প্রথম পদক আসে 1972 গেমসে , মুরলিকান্ত পেটকার সাঁতারে সোনার পদক জিতেছিলেন । ভারতের সেরা ফিনিশিং 2020 গেমসে , 19টি পদক (5টি স্বর্ণ, 8টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ) সহ 24তম স্থানে রয়েছে৷

দেবেন্দ্র ঝাঝারিয়া Greece 2004 এথেন্স
Brazil 2016 রিও ডি জেনিরো
Japan 2020 টোকিও Athletics অ্যাথলেটিক্স 2(সোনা) 1(সিলভার)
মারিয়াপ্পান থাঙ্গাভেলু Brazil 2016 রিও ডি জেনিরো
Japan 2020 টোকিও Athletics অ্যাথলেটিক্স 1(সোনা) 1(সিলভার)
অবনী লেখারা Japan 2020 টোকিও Shooting শুটিং 1(সোনা) 0 1(ব্রোঞ্জ)
জোগিন্দর সিং বেদী United Kingdom/United States 1984 স্টোক ম্যান্ডেভিল/নিউ ইয়র্ক Athletics অ্যাথলেটিক্স 0 1(সিলভার) 2(ব্রোঞ্জ)
সিংরাজ আধান Japan 2020 টোকিও Shooting শুটিং 1(সিলভার) 1(ব্রোঞ্জ)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!