টি২০ বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় রোহিত শর্মার?

0 0
Read Time:4 Minute, 3 Second

নিউজ ডেস্ক ::রোহিত শর্মা ইডেনের বরপুত্র। এই মাঠেই রয়েছে একদিনের ক্রিকেটে তাঁর রাজকীয় ২৬৪ রানের রেকর্ড। ক্রিকেটের নন্দন কানন জুড়ে হিটম্যানের রয়েছে একাধিক স্মৃতি। ইডেন মানেই রোহিতের কাছে একটা নস্টালজিয়া। শনিবার বৈশাখী সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ফের প্রিয় মাঠে নামতে চলেছেন রোহিত। কিন্তু কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই ফাঁস হয়ে গেল রোহিতের মনের কথা। এটাই কি শেষ আইপিএল রোহিতের?

ম্যাচের আগের দিন কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। কথা বলার সময় কিছুটা আবেগতাড়িত দেখাচ্ছি‌ল রোহিতকে। অভিষেকের সঙ্গে কথা বলার সময়ই মনের কথা মুখ দিয়ে বেড়িয়ে এল রোহিতের। ক্রিকেটার হিসাবে এটাই শেষ আইপিএল খেলছেন ৱোহিত! টি২০ বিশ্বকাপের পরই কি অবসরের গ্রহে ঢুকে পড়তে চলেছেন ৩৭-র হিটম্যান। অবসর নিয়ে ইডেনেই দিয়ে দিলেন বিরাট ইঙ্গিত।

২০২৪ সালের আইপিএল শুরুর আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত দল থেকে আগত হার্দিকের হাতেই দেওয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। বিষয়টি রোহিত ভালোভাবে মেনে নেননি তা তাঁর ঘনিষ্ঠ মহল থেকেই প্রকাশিত হয়েছে। তবে নিজের মুখে একটি শব্দও বলেননি। কিন্তু সেই অভিমানের বহিঃপ্রকাশ হল ইডেনে।
কেকেআরের সহকারী কোচ অভিষেকের সঙ্গে কথা বলার সময় রোহিতকে বলতে শোনা যায়, “সব বদলে যাচ্ছে। সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। এটা আমার কাছে একটা বাড়ির মতো। এই মন্দির আমি বানিয়েছি।” এর পরেই প্রাক্তন মুম্বই অধিনায়ককে বলতে শোনা যায় , “আমার কিছু যায় আসে না, এটা আমার শেষ বছর।” যদিও রোহিত এবং অভিষেকের কথা বলার ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছে কেকেআর। কিন্তু তার আগেই তা ভাইরাল হয়েছে।

রোহিতের এই বক্তব্য থেকে জল্পনা তৈরি হয়েছে ২০২৫ সালের আইপিএলে দেখা যাবে না তাঁকে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালের পর থেকেই রোহিতের অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অবশেষে সেই সিদ্ধান্ত কি নিয়েই ফেলেছেন রোহিত? আগামী মাসে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। রোহিতের নেতৃত্বেই খেলবে ভারতীয় দল। বিশ্বকাপই কি শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে রোহিতের? হিটম্যানের একটা মন্তব্যের হাজার প্রশ্ন উঠতে শুরু করেছে।

মুম্বই ইন্ডিয়ান্সের কেকেআর ম্যাচের পর আর ১টি ম্যাচ বাকি থাকবে। নাইটদের বিরুদ্ধে ম্যাচে হার্দিকরা পূর্ণশক্তি নিয়ে নামবেন কিনা সেটা প্রশ্ন। কেন না, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব রয়েছেন টি২০ বিশ্বকাপের দলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!