একেবারে নতুন ডিজাইনের ৬ শাড়ি! 

0 0
Read Time:1 Minute, 48 Second

নিউজ ডেস্ক ::শাড়িপ্রেমীদের জন্য একেবারে বিশেষ ধরনে উপহার। পুজোয় ৬ রকমের নতুন শাড়ি নিয়ে এল রাজ্য সরকারের তন্তুজ।

পুজোর আগে তন্তুজ এনেছে নতুন ৬ রকমের শাড়ি। শাড়ির নামগুলিও চমৎকার। স্বপ্নিল, বনবালা, মুক্ত বিহঙ্গ, সহচরী, চতুরঙ্গ ও বলাকা। বাজারে আসামাত্রই ব্যাপক জনপ্রিয় হয়েছে এই শাড়িগুলি। নাম তো বটেই, শাড়িগুলির স্টাইলও পছন্দ হয়েছে সকলের।

কলকাতার সল্টলেকে তন্তুজের ডিজাইন সেন্টারে ৬টি শাড়ির উদ্বোধনের পর শুরু হয়েছে রাজ্য ও ভিনরাজ্যের তন্তুজের বিভিন্ন শো-রুমে পাঠানো। তন্তুজ সূত্রে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁর নেতৃত্বে বাংলার তাঁতশিল্পে বিপ্লব এসেছে। চাঙ্গা হয়েছে তাঁত ও তাঁতিরা। বাংলার শাড়ি, বাংলার তাঁত, বাংলার নকশার খ্যাতি ও সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই কাজই আরও একধাপ এগোলো এই নতুন ৬ শাড়ির মধ্যে দিয়ে।

শাড়িতে নকশা তোলায় অসামান্য কৃতিত্বের জন্য ‘তন্তুজ’ আগে জাতীয় পুরস্কারও পেয়েছে। ফি-বছরই উৎসবের মরশুমে নতুন ভাবনার ডিজাইন, নকশার শাড়ি আমদানি করার পরিকল্পনা ছিল তন্তুজর। আর সেই কারণেই এমন উদ্যোগ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!