জলসমস্যা দূরীকরণে সহায় আলুন্দা গ্রামপঞ্চায়েত!

0 0
Read Time:1 Minute, 53 Second

নিউজ ডেস্ক : আলুন্দা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মোট ষোলোটি গ্রাম রয়েছে যার মধ্যে অন্তত চার পাঁচটি গ্রামে গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করে । বীরভূম লোকসভাকেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা । সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জিলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ব্যবস্থাপনায় সিউড়ি একনং ব্লকের আলুন্দা গ্রামপঞ্চায়েত কার্যালয়ের পাশে একটি বৃহৎ জলাধার নির্মানের উদ্যোগ নেওয়া হয় ।

সেই জলাধার থেকে পাইপলাইনের মাধ্যমে ষোলোটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই অনুযায়ী শুরু হয় কাজ । একদিকে জলাধারের ভিত্তি নির্মাণের পাশাপাশি গ্রামে গ্রামে পাইপলাইন পাতার কাজও চলতে থাকে । পঞ্চায়েতের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে ষোলোটি গ্রামের মধ্যে দশটি গ্রামে পাইপলাইন পাতা হলেও ছয়টি গ্রামে কাজ এখনও বাকি । যতদিন জলাধার তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত ওই স্থানেই একটি পাম্প লাগিয়ে সেখান থেকে জল তুলে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!