চার নম্বরে ব্যাট করবে শ্রেয়স, জানিয়ে দিলেন শাস্ত্রী
Read Time:1 Minute, 10 Second
নিউজডেস্ক- ভারতীয় ক্রিকেট দলে প্রথম দিকে নিজের জায়গা পাকাপাকি করতে চলেছে শ্রেয়স আয়ার। এবার থেকে ৪নং এ ব্যাটিং করতে নামবেন শ্রেয়স তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন যে গত দু বছর ধরে তরুণ দের জায়গা করে দিয়েছেন তিনি। তেমনি শ্রেয়স খেলবে ৪নং এ। ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে ইন্ডিয়া সেখানে ৫ নং এ ব্যাটে বলে বেশ ভালো রান করে শ্রেয়স। রীতিমত দুটি ম্যাচে ৭১ এবং ৬৫ রান করেন। অপর দিকে ৪ নং এ রিষভ পন্থ ওই একই ম্যাচ খেলেন। কিন্তু তেমন রান করতে পারেনি রিষভ। একটি ম্যাচে ২০ এবং অপরটিতে ০ রান করে সমালোচনার মুখে পড়ে। যতই যাই হোক৪ নং পজিশনের ঝুটঝামেলা মিটতে চলেছে।