দিদির কাছের লোকের কাছের লোক না হতে পারলে টলিউডে কাজ পাওয়া যায় না, রিমঝিম মিত্র
Read Time:56 Second
নিজস্ব প্রতিনিধি- ‘ইন্ডাস্ট্রিতে আমার মতো ফ্রিল্যান্সার , সহকর্মী বা টেকনিশিয়ানরা দিদির কাছের লোকের কাছের লোক না হলে কাজ সুস্থ ভাবে কাজ করা যাবে না’ বিজেপিতে যোগদান প্রসঙ্গে হাবরার ফুলতলায় দলীয় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন অভিনেত্রী রিমঝিম মিত্র । এই অভিযোগ নির্দিষ্ট কোন একজনের নামে নয় বললে লিস্ট অনেকটাই লম্বা জানায় রিমঝিম ।পাশাপাশি বিজেপির সভায় কাটমানি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ব্যঙ্গাত্মক সুরে বক্তব্য রাখলেন সায়ন্তন।