অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামলো শালিমার ট্রাক ও টেম্পো এসোসিয়েশান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শালিমার ট্রাক ও টেম্পো এসোসিয়েশান। সংগঠনের সহ সভাপতি জানান মানুষের অসুবিধা হলেও তারা বাধ্য হয়েই এই ধর্মঘটে সামিল হয়েছেন। মূলত ৬ দফা দাবিকে সামনে রেখে তাদের এই ধর্মঘট চলছে। তাদের মুখ্য দাবি ভারতে মোটর ভেহিকাল আইন অনুযায়ী যে অতিরিক্ত ওজন বহন করা যায় সেটা লাগু করা। অবিলম্বে পেট্রোল ডিজেলের উপরে জিএসটি চালু করা, থার্ড পার্টি ইন্সুরেন্সের খরচ কমানো, ডাকবাবু, সিভিক পুলিশ, আর টি ও জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি আরো জানান যতদিন না তাদের এই সমস্যার সমাধান না হবে ততদিন এই ধর্মঘট চলবে। সংগঠনের তরফে জানানো হয়েছে শালিমারে ১০০০ টি ট্রাক, টেম্পো শামিল হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক এসোসিয়েশনের ডাকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে তারাও শামিল হয়েছেন। তাদের আরো অভিযোগ রাস্তায় গাড়ি বের করলে পুলিশের জুলুম এত বেড়েছে যে গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। অথচ কোথাও বন্যা হলে, ভূমিকম্প হলে ট্রাক মালিকেরাই এগিয়ে যায়। আজ তাদের নূন্যতম সন্মান টুকুও নেই। মানুষের অসুবিধা হলেও তারা বাধ্য হয়ে এই ধর্মঘটে শামিল হয়েছেন। এই ধর্মঘট চালু থাকবে সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত।