উৎপল ভৌমিক ও দেবকুমার ঘোষের ২৬তম প্রয়াণ দিবস পালন
Read Time:57 Second
প্রিয়া করাতি, হাওড়া: মঙ্গলবার শহীদ উৎপল ভৌমিক ও দেবকুমার ঘোষের ২৬তম প্রয়াণ দিবস পালন করা হলো। এই উপলক্ষে হাওড়ার শিবপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় তাঁদের মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো উৎপল ভৌমিক – দেবকুমার ঘোষ মেমোরিয়াল কমিটির সদস্যরা। এদিন হাওড়ার শিবপুরে এই নিয়ে তাঁরা একটি স্মরণ সভার আয়োজন করেন। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক অসিত মিত্র প্রমুখরা। উপস্থিত সকল সভ্যগন এই অনুষ্ঠানে দুই শহীদের ত্যাগ ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।