এবার মিড ডে মিলের দুর্নীতিতে সরব বাউল শিল্পী
প্রিয়া করাতি, হুগলী: মিড ডে মিলের দূর্নীতি নিয়ে চূঁচুড়ার স্কুলে গতকাল সাংসদ লকেট চট্টোপাধ্যায় সরব হওয়ার পর আজ সকালে সেখানে চলে আসেন বর্ধমানের বাসিন্দা স্বপন দত্ত নামের এক বাউল শিল্পী। স্কুল শুরুর আগেই সেখানে এসে নিজের কথায় ও সুরে গাণ গাইতে থাকেন স্বপন বাবু। সকালে স্কুলে এসে বাউলের গলায় প্রতিবাদী গান শুনে ভিড় জমে যায় স্কুলের সামনে। পড়ুয়া থেকে অভিভাবক সকলেই দাঁড়িয়ে পড়েন সেখানে।গানের ভাষায় মিড ডে মিল নিয়ে দূর্নীতির গান শুনে প্রতিবাদে সরব হন সকলে।
এতদিন পরিস্থিতির চাপে এনিয়ে কিছু বলতে পারেননি বলে মত পড়ুয়া থেকে অভিভাবকদের। গান গাইতে গাইতে স্বপন বাবুর প্রতিক্রিয়া এর আগে বর্ধমানের ভাতারেও এই রকমের দূর্নীতি নিয়ে গান বেঁধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এই ঘটনার উপযুক্ত তদন্ত করে সরকার যাতে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় তার আবেদন ও করেন স্বপন বাবু।এদিকে গতকাল সাংসদ এই বিষয়ে সরব হওয়ার পর হুগলীর জেলা শাসকের কাছেও পুরো বিষয়টি জানান। ঘটনার পর স্কুলের দুই শিক্ষিকাকে সাসপেন্ডও করা হয় বলে প্রশাসন সুত্রে জানা গেছে।