দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়াল বিজেপি কর্মীরা
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই বিজেপির বৈঠক শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ল মহিলা কর্মীরা। ঘটনটি ঘটেছে বসিরহাটে বিজেপির সদস্য সংগ্রহের কর্মসূচি বৈঠকের একেবারে শেষ লগ্নে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন গাড়িতে উঠতে যান ঠিক তখনি। ওই সময়েই বিজেপি মহিলা কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাটির জন্য ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
হাড়োয়ার বাসিন্দা বাসন্তী ঘোষ নামে এক বিজেপি নেত্রী ভিড় ঠেলে দিলীপ ঘোষের কাছে যাওয়ার চেষ্টা করতেই অন্যান্য মহিলা কর্মীরা তাকে ধরে বেধড়ক মারধর শুরু করে। চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করতে থাকে। বিজেপির বসিরহাট জেলা সংগঠনিক সম্পাদক দুলাল রায়ের অভিযোগ ওই মহিলা সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তৃণমূলের ইন্ধনেই সভা ভণ্ডুল করতে এবং তাদের বদনাম করতে ওই মহিলা এখানে এসে গণ্ডগোল পাকায়।