সকাল সকাল চিদাম্বরমের বাড়িতে সিবিআই
Read Time:1 Minute, 3 Second
নিউজডেস্ক- দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে নিয়ে পরিস্থিতি ক্রমশ নাটকীয় মোড় নিচ্ছে। আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লী হাইকোর্ট চিদাম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করার পর থেকেই পি চিদাম্বরম বেপাত্তা। গতকাল সন্ধ্যাতেই সিবিআই ও ইডির অফিসাররা চিদাম্বরমের বাড়িতে পৌঁছে যান তাকে গ্রেফতারির জন্য। তবে তাকে পাওয়া যায়নি। এমতাবস্থায় বুধবার সকালে পুনরায় চিদাম্বরমের বাড়ির সামনে পৌঁছে যায় সিবিআই ও ইডির যৌথ টিম। কিন্তু যথারীতি গত দিনের ন্ন্যায় এদিন সকালে চিদাম্বরমের নাগাল পায়নি অফিসাররা।
ছবি সৌজন্যে- দ্যা এশিয়ান এজ