কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস রাশিয়ার
প্রতিভা নাথ- ৩৭০ ধারা রদ করার পর থেকে কাশ্মীরই এখন জাতীয় রাজনীতিতে আলোচনার মধ্যমনি। কাশ্মীর নিয়ে গোটা আন্তর্জাতিক মহল এখন সরগরম। এর মাঝেই বৃহস্পতিবার মস্কো পৌছোলেন জাতীয় নিরাপত্তা উপদেস্টা অজিত ডোভাল। রাশিয়ার জাতীয় নিরাপত্তার সচিব নিকোলাই পাত্রুশেভের আমন্ত্রণে ডোভালের এই রাশিয়া সফর। সুত্রের খবর, এদিন নিকোলাই পাত্রুশেভের সাথে বৈঠক করেন ডোভাল। কাশ্মীর এর সন্ত্রাস দমন থেকে শুরু করে, জাতীয় নিরাপত্তার প্রসংগ সবই ছিল আলোচনার বিষয়। সরকারি সুত্রে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুই দেশই সম্পর্ক দৃঢ় করার জন্য একে অপরের সাথে থাকবে বলে জানিয়েছে। ৩৭০ ধারা রদের পর থেকেই কাশ্মীরে ঘাটি গেড়েছিলেন অজিত ডোভাল। নয়া দিল্লির কুটনৈতিক বিশেসজ্ঞের মতে, জাতীয় নিরাপত্তার উপদেস্টা অজিত ডোভাল আগা গোড়াই পাকিস্তানের প্রশ্নে কট্টরপন্থী। মস্কো সফরে ROSCOSMOS এর ডিরেক্টর রোগোজিনের সাথেও দেখা করলেন ডোভাল।
সরকারের সুত্রে জানা গেছে। , মহাকাশ গবেষণা নিয়ে দু তরফেই আলোচনা হয়েছে। আগামী দিনেও সাহায্যের হাত পাশে রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া।